বৈদ্যুতিন শিল্পের উৎপাদন কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নৈহাটি এবং ফলতায় বৈদ্যুতিন শিল্পের গুচ্ছ ভিত্তিক উৎপাদন কেন্দ্র গড়তে চায় রাজ্য সরকার। কলকাতায় শুরু হওয়া তথ্যপ্রযুক্তি প্রদর্শনী কম্পাস-এর মঞ্চ থেকে এ কথা জানান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ওই দুই স্থানে জমি চিহ্নিত হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে ১৩টি তথ্যপ্রযুক্তি পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গাপুর ও শিলিগুড়িতে দু’টি হাব পুরদস্তুর কাজ শুরু করেছে বলে জানান তিনি। কল্যাণীতে কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে গড়া হচ্ছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। মিলন মেলা প্রাঙ্গণে কম্পাস চলবে সোমবার পর্যন্ত। |
কমপালসারি ওয়েটিংয়ে যুগ্ম সচিব
|
শিল্প পুনর্গঠন দফতরের যুগ্ম সচিব অরুণ সিংহকে ‘কমপালসারি ওয়েটিং’-এ পাঠানো হল। শনিবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, দক্ষিণ ২৪ পরগনার বজবজে একটি চটকল পরিচালনার ব্যাপারে ‘অনৈতিক’ কাজের জন্য অরুণবাবুর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হল। পাবলিক এন্টারপ্রাইজেস দফতরের যুগ্ম সচিব রুনু ঘোষের হাতে শিল্প পুনর্গঠনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, বোর্ড ফর ফিনান্সিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন (বিআইএফআর)-এর পরামর্শ মেনে চটকলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এক ব্যক্তিকে নিয়োগ করা হয়। অরুণবাবু গত মে মাসে ওই ডিরেক্টরকে বরখাস্ত করেন। শিল্পমন্ত্রী এ দিন জানান, সংস্থাটি পরিচালনার ব্যাপারে কোনও সিদ্ধান্তই তাঁকে জানানো হত না। বিষয়টি মুখ্যমন্ত্রীর কানে যেতে তিনি গত সপ্তাহে নবান্নে বৈঠক ডাকেন। সেখানে ছিলেন মন্ত্রী তথা আইএনটিটিইউসি সভাপতি সুব্রত মুখোপাধ্যায়, ওই সংগঠনের অন্যতম নেতা এবং বিধানসভায় শাসক দলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়, স্থানীয় বিধায়ক অশোক দেব এবং শিল্পমন্ত্রী। সেখানেই ওই অফিসারকে সরানোর সিদ্ধান্ত হয় বলে প্রশাসন সূত্রে খবর। অরুণবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সরকারি অফিসার হিসেবে প্রতিটি সিদ্ধান্তই মন্ত্রীকে জানিয়েছি। তবুও আমাকে সরানোর সিদ্ধান্ত হল।” |
কলকাতায় ইএম বাইপাসে প্রথম গেটওয়ে হোটেল খুলল তাজ গোষ্ঠীর সংস্থা গেটওয়ে হোটেলস অ্যান্ড রিসর্টস। এটি ভারতে ২৪তম গেটওয়ে হোটেল। ১৯৮৯ সালে তাজ বেঙ্গলের পর এই প্রথম শহরে ফের হোটেল চালু করল টাটারা। ইএম বাইপাসে রাসবিহারী কানেক্টরের সংযোগে তৈরি গেটওয়ে হোটেলে আছে মোট ১৯৭টি ঘর, ৬,৫০০ বর্গফুট জায়গা জুড়ে তৈরি বলরুম। |
কলকাতায় পা রাখল দুবাই ভিত্তিক গয়না প্রস্তুতকারক সংস্থা জয়আলুক্কাস। সম্প্রতি ক্যামাক স্ট্রিটে নতুন বিপণি খুলেছে তারা। সংস্থার দাবি, এখানে পাওয়া যাবে সোনা, প্ল্যাটিনাম, মুক্তো, হিরে ইত্যাদির প্রায় ১০ লক্ষ নকশার গয়না। |