বোরো সেচে ক্যালেন্ডার প্রকাশ রাজ্য সরকারের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বোরো চাষে সেচের জল ছাড়ার ক্ষেত্রে এ বার ক্যালেন্ডার প্রকাশ করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, কৃষিমন্ত্রী মলয় ঘটক, বিদ্যুৎমন্ত্রী মনীশ গুপ্ত এবং জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র বৈঠক করেন। রাজীব বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ বার থেকে প্রতিটি ব্লকে নির্দিষ্ট সময়ে তারিখ ধরে জল ছাড়া হবে।” আগামী ২৫ ডিসেম্বর থেকে জল ছাড়ার কাজ শুরু করবে সেচ দফতর। মন্ত্রীর কথায়, “কোন ব্লকে কোন সময়ে জল ছাড়া হবে, তা আমরা আগাম জানিয়ে রাখব।” মাইকে-প্রচারের মাধ্যমে সেচ দফতরের কর্মীরা স্থানীয় চাষীদের তা জানিয়ে রাখবেন। রেডিও-সহ বিভিন্ন প্রচার মাধ্যমেও তা জানানো হবে। এ ছাড়া, প্রশাাসন সূত্রের খবর, বোরো চাষের ক্ষেত্রে এ বার বেশি পরিমাণে জল দেওয়ার লক্ষ্যমাত্র নিয়েছে সেচ দফতর। প্রায় সাড়ে ১৪ লক্ষ হেক্টর জমিকে সেচসেবিত করা হবে বলে জানানো হয়েছে। ২০১১ সালে এই লক্ষ্যমাত্রা ছিল ১১ লক্ষ হেক্টর।
|
সুস্থ রাজনীতির পরিবেশ নেই, রাজ্যপালকে অধীর |
রাজ্যে সুস্থ রাজনৈতিক পরিবেশ নেই বলে রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে অভিযোগ জানালেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। মুর্শিদাবাদের হোম পরিদর্শনে যাওয়া নিয়ে যে ভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বা তাঁর জেলার কংগ্রেস বিধায়কদের উপরে যে ভাবে হামলা হচ্ছে, তার প্রেক্ষিতেই রাজ্যপালকে চিঠি পাঠিয়েছেন বহরমপুরের সাংসদ। অধীর শুক্রবার বলেন, “আমার উপরে যা হচ্ছে, তা সুস্থ রাজনীতিতে হয় না। এমন চলতে পারে না! এর প্রতিকারের জন্যই রাজ্যপালকে চিঠি দিয়েছি।” কয়েক দিন আগে মুর্শিদাবাদের রেজিনগরে প্রশাসনিক বৈঠকে অধীরের নাম না-করেও জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, রাজ্যের নির্দেশমাফিক চলতে হবে তাদের। অন্য কারও কথায় নয়। তার পর থেকেই মুর্শিদাবাদে তাদের উপরে হামলা হচ্ছে বলে কংগ্রেসের অভিযোগ। তবে অধীরের চিঠিকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, “হেরে যাওয়ার ভয়ে রাজনৈতিক চমক!”
|
সব পরীক্ষার্থীকে খাতা দেখানোর পক্ষে পর্ষদ |
পরীক্ষা কেমন হল, ছাত্রছাত্রীদের তা জানার অধিকার আছে। তাই সব পরীক্ষার্থীকেই খাতা দেখানো দরকার বলে মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি শ্যামবাজারের এভি স্কুলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের টেস্টে পাশ করানোর দাবিতে পথ অবরোধ করেন এক দল পড়ুয়া। পরের দিন তাঁদের টেস্টের খাতা দেখান স্কুল-কর্তৃপক্ষ। অনেক ছাত্র, অভিভাবকই খাতা দেখার পরে স্বীকার করেন, পাশ করার মতো পরীক্ষা হয়নি। খাতা দেখানোর ওই সিদ্ধান্তকে স্বাগত জানান পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন, “প্রত্যেক পড়ুয়ারই পঠনপাঠনে নিজেদের অগ্রগতি সম্বন্ধে ধারণা থাকা দরকার। পরীক্ষার খাতা দেখলে সেটা তারা বুঝতে পারবে।” নিজেদের ভুলেই যে ফল খারাপ হয়েছে, সেটা স্পষ্ট হলে স্কুলে বিক্ষোভ, অশান্তি এড়ানো যাবে বলেও মনে করছেন পর্ষদ-কর্তা।
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানির মামলার পরবর্তী শুনানি ২৬ ফেব্রুয়ারি। সে-দিন প্রাক্তন আবাসনমন্ত্রী তথা সিপিএম নেতা গৌতম দেবকে সশরীরে আদালতে হাজির থাকতে হবে। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অভ্রনীল নিয়োগী এই নির্দেশ দিয়েছেন। অভিষেকবাবু অর্থ লগ্নি সংস্থার মালিক বলে ২৮ মার্চ পানিহাটির এক জনসভায় মন্তব্য করেন গৌতমবাবু। মানহানির মামলা করেন অভিষেকবাবু। গৌতমবাবুর আইনজীবী আবেদন জানান, শুনানিতে সশরীরে হাজিরা থেকে তাঁর মক্কেলকে অব্যাহতি দেওয়া হোক। আদালত শর্তসাপেক্ষে সেই আর্জি মঞ্জুর করে। সেই শর্ত হল, কোনও এক দিনের শুনানিতে গৌতমবাবুকে হাজির থাকতে হবে।
|
কিছুতেই উত্তুরে হাওয়ার পথ ছাড়ছে না ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতর শুক্রবার জানায়, আগামী ৪৮ ঘণ্টায় আরও চড়তে পারে পারদ। এ দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি। আজ, শনিবার তা আরও বাড়তে পারে বলে আবহবিদদের পূর্বাভাস। বড়দিনের আগে পারদ একটু নামলেও তা স্বাভাবিকের নীচে নামবে কি না, নিশ্চিত নন আবহবিজ্ঞানীরা। বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় শীতের দাপট কমেছে। আকাশ মেঘলা থাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে।
|
অ্যাম্বুল্যান্সে চেপে রাজ্য দফতরে মন্ত্রী নরেন দে |
দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর বৈঠকে যোগ দিতে শুক্রবার অ্যাম্বুল্যান্সে চেপে ফরওয়ার্ড ব্লকের রাজ্য দফতরে এলেন প্রাক্তন মন্ত্রী নরেন দে। দলের আর এক নরেনকে (চট্টোপাধ্যায়) নিয়ে অবশ্য এ দিন কোনও সিদ্ধান্ত হয়নি। রাজ্য নেতৃত্বের পরিকল্পনা, সরল দেবকে ফেরানো ও নরেন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থার দাবি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি হবে। রবিবার কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর দ্বিতীয় বৈঠকে সিদ্ধান্ত অনুমোদনের কথা। |