বধূর মৃত্যুতে অশান্তি
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
শুক্রবার দুপুরে খানাকুলের নবাসনে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। মৃত সোমা শেঠের (২০) বাপের বাড়ির আত্মীয়-স্বজনেরা শ্বাসরোধ করে খুনের অভিযোগ তোলেন। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁদের বচসা, হাতাহাতি বাধে। ঘটনাস্থলে যায় পুলিশ। বধূর বাবা শঙ্করপ্রসাদ গায়েনের অভিযোগের ভিত্তিতে সোমার দেওর শ্যামাপ্রসাদ শেঠকে গ্রেফতার করা হয়েছে। দেহটি পাঠানো হয়েছে ময়না-তদন্তে। স্বামী প্যারালিসিসে আক্রান্ত তারাপদ শেঠ এবং তাঁর মানসিক প্রতিবন্ধী মায়ের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর দু’য়েক আগে বিয়ে হয় সোমার। গত মাস ছ’য়েক ধরে স্বামী অসুস্থ হয়ে পড়ায় সংসারে অশান্তি ছিল। শঙ্করবাবুর অভিযোগ, “মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফোনে জানানো হয়, মেয়ে গলায় দড়ি দিয়েছে। গিয়ে শুনি পুলিশ বা প্রতিবেশীদের কাউকে না জানিয়ে নিজেরাই দড়ি কেটে দেহ দাওয়ায় নামিয়ে রেখেছে।” তিনি জানান, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে টাকা-পয়সা চাইত শ্বশুরবাড়ির লোকজন। তা দিতে না পারায় শারিরীক-মানসিক অত্যাচার চালানো হত। সোমাকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে দাবি। |
সম্প্রতি হাওড়া জেলা সদরের প্রাথমিক বিদ্যালয়গুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল জগৎবল্লভপুরে। প্রাথমিক শিক্ষা দফতরের উলুবেড়িয়া উত্তর চক্রের পরিচালনায় জগৎবল্লভপুরের বেসিক ট্রেনিং মাঠে এই প্রতিযোগিতায় দৌড়, লংজাম্প, জিমন্যাস্টিক-সহ ছ’টি বিভাগে ২৮টি ইভেন্ট ছিল। জেলা সদর মহকুমার প্রায় দু’হাজার ছাত্রছাত্রী যোগ দেয়। |