|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
বুদ্ধর কোলে শিশু গণেশ |
মৃণাল ঘোষ |
তরুণ শিল্পী অসিত দাস দ্বিতীয় একক প্রদর্শনী করলেন সম্প্রতি অ্যাকাডেমিতে। জলরং ও অ্যাক্রিলিকে আঁকা ২২ টি ছবি। জলরঙে তিনি কলকাতার পথের ছবি এঁকেছেন। দু’পাশে নাগরিক স্থাপত্য, মাঝখানে পথ। তাতে ট্রাম, অটো, মানুষের যাতায়াত। |
|
অ্যাক্রিলিকে তিনি এঁকেছেন ধ্রুপদী ভারতীয়তায় পুরাণকল্পমূলক বিষয় নিয়ে ছবি। একটি ছবিতে নাগরিক স্থাপত্যের প্রেক্ষাপটে বসে আছেন বুদ্ধ। তাঁর কোলে শিশু গণেশ। পৌত্তলিকতা বিরোধী এক ঐতিহাসিক মহামানবের সঙ্গে সম্মিলন ঘটিয়েছেন হিন্দু ধর্মের এক পৌরাণিক চরিত্রের।
|
প্রদর্শনী চলছে
সিমা: ‘ট্রানজিশন’ ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে।
বিড়লা অ্যাকাডেমি: তাপস সরকার, চন্দন রায় প্রমুখ আজ শেষ।
ইমামি চিজেল: বিকাশ ভট্টাচার্য, চিন্তামনি কর, এম এফ হুসেন,
গণেশ হালুই, শেখর রায় প্রমুখ ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে। |
|
|
|
|
|