মার্চের মধ্যেই নোকিয়া কেনা সম্পূর্ণ করবে মাইক্রোসফট
গার্গী গুহঠাকুরতা • গোয়া |
আগামী তিন মাসের মধ্যেই শেষ হবে মাইক্রোসফট-এর নোকিয়া অধিগ্রহণ পর্ব। নোকিয়া ইন্ডিয়া সূত্রে খবর, আইনি জটিলতা কাটিয়ে আন্তর্জাতিক স্তরে হাত বদলের ওই প্রক্রিয়ায় থাকছে তাদের ভারতের ব্যবসাও। এবং এ ক্ষেত্রে চেন্নাইয়ের কারখানা যে বাধা হয়ে দাঁড়ায়নি, তা নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে ফিনিশ বহুজাতিকটি। শুক্রবার গোয়ায় নোকিয়া ইন্ডিয়ার সপ্তম ও শেষ ‘স্ট্র্যাটেজি সামিট’-এর পর ম্যানেজিং ডিরেক্টর পি বালাজি জানান, মার্চের মধ্যেই হাতবদল শেষ হবে। তাঁর কথায়, “চেন্নাইয়ের কারখানা ছাড় পাওয়ায় স্বস্তি মিলেছে। দু’টি সংস্থার পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি জরুরি ছিল।” উল্লেখ্য, সম্প্রতি ভারতে বকেয়া আয়কর সংক্রান্ত বিতর্কে জড়িয়েছিল নোকিয়া ইন্ডিয়া। তাদের কাছে আয়কর দফতর ২০৮০ কোটি টাকা কর দাবি করে। নোকিয়া তা না-মেটানোয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ফ্রিজ (লেনদেন বন্ধ) করার সিদ্ধান্ত নেয় দফতর। এই সম্পত্তির মধ্যে ছিল চেন্নাইয়ের মোবাইল কারখানাও। ফলে সংশয় তৈরি হয় সংস্থা হাতবদল নিয়ে। এই অবস্থায় গত ১২ ডিসেম্বর শর্তসাপেক্ষে ভারতে নোকিয়ার সম্পত্তি বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা তোলে দিল্লি হাইকোর্ট। এ দিকে, বালাজির দাবি, ভবিষ্যতে তাঁদের হ্যান্ডসেটগুলির প্রযুক্তি মাইক্রোসফট প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হবে। এ দিন নোকিয়া লুসিয়ার দু’টি নতুন ফোন বাজারে আনার কথাও জানান সংস্থা কর্তৃপক্ষ। |
ফের বিপাকে মাল্য
সংবাদ সংস্থা • বেঙ্গালুরু |
ডিয়াজিওর কাছে বিজয় মাল্যর সংস্থা ইউনাইটেড স্পিরিটসের শেয়ার বিক্রির চুক্তি বাতিল বলে রায় দিল কর্নাটক হাইকোর্ট। ইউনাইটেড স্পিরিটসের ১৯ লক্ষ শেয়ার বেচেছিল হোল্ডিং কোম্পানি ইউবি হোল্ডিং, যা গোটানোর জন্য মামলা করেছিলেন পাওনাদারেরা। হাইকোর্টের রায়, মামলা নিষ্পত্তি না-হলে শেয়ার বেচা যাবে না। মাল্য জানান, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবেন। |
সূচক বাড়ল ৩৭১
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শুক্রবার সেনসেক্স বাড়ল ৩৭১ অঙ্ক। ফের ঢুকে পড়ল ২১ হাজারের ঘরে। থামল ২১০৭৯.৭২ পয়েন্টে। মূলত রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে ভর করেই এই উত্থান। ২০১৪-র এপ্রিল থেকে গ্যাসের দাম বাড়াতে তাদের অনুমতি দিয়েছে কেন্দ্র। তাতেই ৪.৫৮% বাড়ে সংস্থার দর। সুমেধা ফিসকাল সার্ভিসেসের ডিরেক্টর বিজয় মুর্মুরিয়ার অবশ্য দাবি, “রিজার্ভ ব্যাঙ্ক সুদ না বাড়ানোর প্রভাব এখনও বজায় রয়েছে বাজারে।” |
ক্রেডিট কার্ডের ‘মিনিমাম ডিউ’ ৯০ দিনের মধ্যে না-মেটালে, সেই ঋণকে অনুৎপাদক সম্পদ হিসেবে গণ্য করতে নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবারই এই নির্দেশ দিয়েছে তারা। |
ফ্যাশন টিভির শাখার সঙ্গে যৌথ উদ্যোগে ফ্যাশন ভদকা আনল ক্রিস্টাল স্পিরিটস।
|
ফ্যাশন টিভির শাখার সঙ্গে যৌথ উদ্যোগে ফ্যাশন ভদকা আনল ক্রিস্টাল স্পিরিটস। জানুয়ারিতে তা কলকাতায় মিলবে। মার্চের মধ্যে সারা রাজ্যেই। |