বিনোদন দেব-দর্শনের ধুম, আমিরি
টানে আগাম বড়দিন উত্তরে

ড়দিনের ঠিক আগেই বড়পর্দায় যেন বড় ম্যাচ!
এক দিকে ‘একেবারে অজ পাড়াগাঁয়ের ছেলে’ শঙ্কর, অন্য দিকে মিস্টার পারফেকশনিস্ট।
এক দিকে বিভূতিভূষণ, অন্য দিকে বলিউড।
এক দিকে গহন আফ্রিকায় মৃত্যুর মুখোমুখি নায়ক দেব, অন্যদিকে গতি-জাদুর ছু’মন্তরে খলনায়ক আমির খান।
শেষ ডিসেম্বরে ‘চাঁদের পাহাড়’ আর ‘ধুম থ্রি’র এই টক্করে শেষ পর্যন্ত কে বাজিমাত করে তা সময়ই বলবে। তবে ছবি মুক্তির দিনে জিতে গেলেন উত্তরের দর্শকেরাই। দুই সুপারস্টারের কীর্তি দেখতে শুক্রবার সকাল থেকে রাজ্যের সব জায়গার মতো উত্তরবঙ্গেও শুরু হয়ে গেল উন্মাদনা। শীতের মিঠে দুপুরে ডুয়ার্সের মালবাজার থেকে আত্রেয়ী পাড়ের বালুরঘাট, অথবা পড়শি শহর শিলিগুড়ি-জলপাইগুড়িসর্বত্রই সিনেমা হলের সামনে দিনভর দেখা গেল লম্বা লাইন।
‘চাঁদের পাহাড়’ দেখতে ভিড়। ‘ধুম থ্রি’ দেখতে ভিড়।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক ‘চাঁদের পাহাড়’-এ শঙ্করের কীর্তি মাঝবয়েসিরা ছেলেবেলাতেই জেনে নিয়েছেন। জেন ওয়াইয়ের অনেকেরই সে গল্প জানা। তবুও সিনেমার পর্দায় শঙ্করের ভূমিকায় দেবকে দেখার সুযোগ হাতছাড়া করতে রাজি নন বালুরঘাটের রাজু দাস বা মালবাজারের সুজন সরকারেরা। আবার আমির খান এবং অভিষেক বচ্চনের যুগলবন্দির ধুম, কী ধামাকা ঘটায় তা দেখতে-জানতে শুক্রবার সকাল থেকেই টিকিটের লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন শিলিগুড়ির মিত্রা ঘোষ বা কোচবিহারের দেওয়ানহাটের বাপ্পা দাসেদের মতো অনেকে।
এ দিন উত্তরবঙ্গের বিভিন্ন হলের মালিকরা জানিয়েছেন, মুক্তির দিনেই ‘চাঁদের পাহাড়’ আর ‘ধুম থ্রি’ উত্তরবঙ্গে যথেষ্ট সাড়া ফেলেছে। তবে আজ শনিবার থেকেই কার্যত শুরু হচ্ছে বড়দিনের উৎসবের মরসুম। তাই সপ্তাহান্তের দর্শক সংখ্যা নিয়েও যথেষ্ট আশাবাদী হল মালিকেরা। এ দিন কোচবিহারে দর্শক টানার লড়াইয়ে সমানে পাল্লা দিল ‘ধুম থ্রি’ এবং ‘চাঁদের পাহাড়’। কোচবিহারের মিনি বাসস্ট্যান্ড লাগোয়া একটি সিনেমা হলে ‘ধুম থ্রি’ দেখতে দুপুরের শো-এর টিকিট পাননি আগ্রহীদের অনেকেই। বিকেলের শো-এর জন্য লাইন পড়ে দুপুর থেকেই। ধলুয়াবাড়ির বিপুল পাল বলেন, “আমির খানকে দেখতে ভিড় হবে জানি। তাই সকালে বাড়ি থেকে বের হয়ে সিনেমা হলের সামনে লাইন দিয়েছি। এসে দেখি লম্বা লাইন। বাধ্য হয়ে বিকেলের শো-এর টিকিট কিনেছি।” শহরের ব্যাঙচাতরা রোড এলাকার অন্য একটি সিনেমা হলে আবার ‘চাঁদের পাহাড়’ দেখতে উৎসাহীদের নজরকাড়া ভিড় ছিল।
একই ছবি দেখা গিয়েছে মালবাজারেও। ‘ধুম থ্রি’-র টিকিট সংগ্রহের জন্য দর্শকদের লম্বা লাইনে মালবাজার বাজার রোড এক সময়ে বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে স্টেশন রোডের হলে ‘চাঁদের পাহাড়’ দেখে হল থেকে বের হয়ে সুজন সরকার, বুবাই দাসরা জানালেন, “শঙ্কর হিসেবে দেবের আবির্ভাব, প্রথম দিনে কিছুতেই ছাড়তে চাইনি। তাই সব কাজ ফেলেই সিনেমা দেখতে এসেছি।” বালুরঘাটে ‘চাঁদের পাহাড়’ দেখে বের হয়ে উচ্ছ্বসিত যুবক রাজু দাস বললেন, “দেব ফাটাফাটি। অনেক দিন পরে এমন ছবি দেখলাম।”
জলপাইগুড়ির একটি সিনেমা হলে প্রেমিকাকে ‘চাঁদের পাহাড়’ দেখাতে নিয়ে এসে, টিকিট না পেয়ে, তিনগুণ বেশি দামে কিনেছেন একটি ঠান্ডাপানীয় প্রস্তুতকারী সংস্থার বিক্রয় ম্যানেজার তমাল। তাঁর কথায়, “প্রেমিকার আবদার বলে কথা! আমি চাঁদের পাহাড় পড়িনি, ওঁর পড়া। বলেছে প্রথম দিনেই দেখতে হবে। তাই ছুটি নিয়ে তিনগুণ বেশি দামে টিকিট কাটতে বাধ্য হলাম।” শিলিগুড়ির দাগাপুর, মাটিগাড়ার বিভিন্ন মাল্টিপ্লেক্সের মতো সাধারণ সিনেমা হলগুলিতেও সব বয়সের দর্শকদের ভিড় দেখা গিয়েছে। পঞ্চাশ ছুঁইছুঁই দীপক গুপ্ত দাগাপুরের হল থেকে বের হয়ে বললেন, “পরিবারের সকলের আবদারে এসেছিলাম। ধুমের বাইকগুলি বড় ভাল লাগল। কালকে সকলকে নিয়ে ‘চাঁদের পাহাড়’ দেখতে আসব। ছুটির মরশুমের শুরু এর থেকে ভাল আর কী হতে পারে?”
সব মিলিয়ে হলমুখো উত্তরের জনতা কিন্তু বলছে, বড়দিন আসার আগেই যেন শুরু হয়ে গেল বড়দিন।

হিমাংশুরঞ্জন দেবের তোলা ছবি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.