কোনও সিনেমা-তারকা নন, প্রদীপ জ্বালিয়ে চলচ্চিত্র উৎসবের সূচনা করল তিন জন ‘বিশেষ’ শিশু-কিশোর। তাদের সাহায্য করলেন উৎসবের প্রধান অতিথি মোহন আগাসে। অভিনব সেই দৃশ্যে পিছনে দাঁড়িয়ে থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় কলকাতা আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে ওই তিন জন এসেছিল কলকাতার ইনস্টিটিউট অব সেরিব্রাল পলসি থেকে। শুক্রবার, নন্দনে তাঁরই পরিকল্পিত শিশু-কিশোরদের জন্য বিশেষ এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বলেন, “ছেলেমেয়েদের খুব ছোটবেলা থেকেই স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ওদের তো এত চাপ নেওয়ার বয়স নয়। ছোটবেলাটায় ওরা একটু আঁকুক, একটু খেলুক না।” |
শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে ‘বিশেষ’ শিশুদের সঙ্গে মুখ্যমন্ত্রী। শুক্রবার, নন্দনে। —নিজস্ব চিত্র। |
ন’দিনের এই উৎসবে দেখানো হচ্ছে দেশ-বিদেশের শতাধিক সিনেমা। কাকাবাবুর গল্প নিয়ে তৈরি সিনেমার প্যাকেজও থাকছে। থাকছে ‘বিশেষ’ ক্ষমতাসম্পন্ন শিশুদের নিয়ে তৈরি সিনেমার বিভাগ। এ ছাড়া, এ বার বিভিন্ন কর্মশালায় ছোটদের তৈরি সিনেমাও দেখানো হচ্ছে। কিন্তু শুধু সিনেমা দেখিয়েই দায়িত্ব শেষ করতে চায় না উৎসবের আয়োজক পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর অ্যাকাডেমি। অ্যাকাডেমির সভাপতি অর্পিতা ঘোষ এ দিন আগাগোড়া ছিলেন উদ্বোধনের মঞ্চে। বললেন, “মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মতো ছোটদের এই উৎসবে প্রধান অংশীদার করা হয়েছে। এ বারও তাদের নামেই ইস্যু করা হয়েছে ডেলিগেট কার্ড। তাদের নিয়েই আসতে হবে অভিভাবকদের।”
এ দিন উৎসবের মঞ্চেই শিশু কিশোর অ্যাকাডেমির ওয়েবসাইট ও উৎসবের স্মারকগ্রন্থের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত, তথ্য ও সংস্কৃতি সচিব অত্রি ভট্টাচার্য প্রমুখ। |