ভেঙে পড়ল প্রেক্ষাগৃহের ছাদ, আহত ৭৬
দিব্যি জমে উঠেছিল নাটক। দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো মঞ্চের দিকে তাকিয়ে। এমন সময়ে হঠাৎই কানফাটানো আওয়াজ। কিছু ঠাউর করে ওঠার আগেই মাথায় ভেঙে পড়ল প্রেক্ষাগৃহের ছাদের একটা বড়সড় অংশ।
বৃহস্পতিবার রাতে লন্ডনের শ্যাফটসবেরি অ্যাভিনিউয়ের একশো বারো বছরেরও পুরনো অ্যাপলো থিয়েটারে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, এতে ছিয়াত্তর জন আহত হয়েছেন। তার মধ্যে সাত জনের আঘাত গুরুতর। তবে কোনও প্রাণহানি হয়নি।
তথ্য বলছে, ১৯০১ সালে তৈরি হয়েছিল অ্যাপলো থিয়েটার। তার পর থেকে এখানে বিভিন্ন নাটক মঞ্চস্থ হয়েছে। থিয়েটার হলের অবস্থা ঠিকঠাক রয়েছে কি না, সেটাও নিয়ম মেনে প্রতি তিন বছর অন্তর খতিয়ে দেখা হয়। কিন্তু এত সতর্কতা সত্ত্বেও এ রকম হল কেন?
দর্শকদের একাংশের মতে, এর কারণ হতে পারে লন্ডনের খারাপ আবহাওয়া। বৃহস্পতিবার সন্ধে নাগাদ প্রবল ঝড় হয় লন্ডনে। টানা এক ঘণ্টা বৃষ্টিও হয়। কিন্তু নাটক শুরুর আগে কমে যায় ঝড়-বৃষ্টি। তা ছাড়া গত বছরের অগস্ট মাস থেকে চলা ‘দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অব দ্য ডগ ইন দ্য নাইটটাইম’ নাটকটির জনপ্রিয়তাও এখন তুঙ্গে। সে টানেই আবহাওয়ার ভ্রূকুটি অগ্রাহ্য করে অ্যাপলো থিয়েটারে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। দমকল সূত্রে খবর, গত রাতে যখন ঘটনাটি ঘটে, তখন থিয়েটারে ছিলেন সাতশোরও বেশি দর্শক। মঞ্চে ছিলেন অভিনেতা এবং কলাকুশলীরা। প্রথম চল্লিশ মিনিট নির্বিঘ্নেই চলছিল সব কিছু।
চলছে আহত এক মহিলার শুশ্রূষা। লন্ডনে অ্যাপলো থিয়েটারের সামনে রয়টাসের্র ছবি।
কিন্তু তার পরেই ফোঁটা ফোঁটা জল ছাদের ফাটল চুঁইয়ে পড়তে শুরু করে। শুরু হয় মড়মড় শব্দও। প্রথম দিকে সেটিকে নাটকের ‘স্পেশ্যাল এফেক্টস’ ভেবেছিলেন দর্শকদের অনেকে। কিন্তু ভুল ভাঙল পলকেই। তখন সওয়া আট’টা বাজে। মড়মড় শব্দ আচমকাই পরিণত হল আকাশফাটানো আওয়াজে। উপরের দিকে তাকাতেই নজরে এল সুদৃশ্য ঝাড়বাতি সমেত নেমে আসছে ছাদের একটা অংশ। আর তার চাপে ভেঙে পড়ল তৃতীয় তলার ‘ব্যালকনি’। মুহূর্তে ধুলো আর প্লাস্টারে ঢেকে গেলেন দর্শকরা। চাঙর ভেঙে পড়ল দর্শকাসনে। বহু মানুষ তখন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে।
গোটা বিষয়টি যেন বিশ্বাসই করে উঠতে পারছিলেন না নাইরোবির ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী খলিল অনজরওয়াল্লা। গত কাল রাতে তৃতীয় তলায় বসে সপরিবার নাটক দেখছিলেন তিনি। শব্দ শুনে প্রথমে ভেবেছিলেন নাইরোবির ওয়েস্টগেট মলের মতো এখানেও হয়তো জঙ্গিহানা হয়েছে। কিন্তু পরে বোঝেন, তা নয়। খলিলের বয়ানে, “কয়েক মুহূর্তের মধ্যে দেখলাম গোটা ছাদটাই যেন নীচে নেমে এল। ...শ্বাস নিতে পারছিলাম না।...মঞ্চে তখন অভিনেতারা ছুটোছুটি করছেন। ওঁরা তো গোটাটাই দেখতে পেয়েছেন।” স্রেফ বরাতজোরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে অক্ষত ফিরতে পেরেছেন তিনি। কিন্তু ভাগ্য পাশে ছিল না ক্রিস এডওয়ার্ডসের। বললেন, “বিশাল বড় বড় টুকরো হঠাৎই আমার ছোট ছেলের ঘাড়ে এসে পড়ে। ও এখন কাঁধের হাড় ভেঙে হাসপাতালে ভর্তি রয়েছে। মেরুদণ্ডেও চোট লেগে থাকতে পারে।”
তবে আহতদের সাহায্য করতে যে ভাবে তৎপরতা দেখিয়েছে প্রশাসন, তাতে খুশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বলেছেন, “আপৎকালীন পরিষেবা কর্মীরা আহতদের সাহায্য করতে যে দ্রুততায় কাজ করেছেন, তাতে আমি খুশি।” বাস্তবিক। ঘটনার অল্প ক্ষণের মধ্যেই অ্যাপলো থিয়েটারে পৌঁছে যায় দমকল, অ্যাম্বুল্যান্স। ধবংসস্তূপের ভিতরে যাঁরা চাপা ছিলেন, তাঁদের তড়িঘড়ি উদ্ধার করেন দমকলকর্মীরা। আর তার পরে হাত লাগান স্বাস্থ্যকর্মীদের কাজে। আহতদের স্ট্রেচারে করে অ্যাম্বুল্যান্সে পৌঁছে দেন তাঁরা। গুরুতর আঘাত পেয়েছেন, এমন দর্শকদের মাথায় ব্যান্ডেজ বেঁধে, নাকে অক্সিজেন ‘মাস্ক’ পরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দ্রুত যাতে চিকিৎসা পান তাঁরা, সে জন্য ‘ডবল ডেকার’ বাসে করে হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের অনেককে। সামান্য আঘাত পেয়েছেন যাঁরা, তাঁদের অবশ্য নিকটবর্তী গিয়েলগাড থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানেই অস্থায়ী চিকিৎসাকেন্দ্র খুলে শুশ্রূষা করা হয় তাঁদের। স্বাস্থ্যকর্মীরা জানান, কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। জানতে পেরে স্বস্তিতে ‘দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অব দ্য ডগ ইন দ্য নাইটটাইম’-এর লেখক মার্ক হ্যাডন।
কিন্তু তা বলে ঘটনাটির গুরুত্ব কমছে না। আপাত ভাবে খারাপ আবহাওয়ার কারণে এই ‘দুর্ঘটনা’ ঘটেছে বলে মনে করা হলেও ষড়যন্ত্রের সম্ভাবনা এখনই উড়িয়ে দিচ্ছে না স্কটল্যান্ড ইয়ার্ড। তদন্ত শুরু হয়েছে পুরোদমে। তবে নাটকটির প্রদর্শন ফের কবে শুরু হবে তা এখনই বলতে পারছে না প্রযোজনা সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.