ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল শুক্রবার। জামুড়িয়ার ধসল ফুটবল মাঠে বর্ধমান জেলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, শিশু শিক্ষাকেন্দ্রের ৩৩তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। দু’দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক জোসেনারা বেগম। ৬টি মহকুমার তিনশো জন প্রতিযোগী ২৪টি ইভেন্টে যোগ দিয়েছে। প্রথম দিন ছৌ নাচ পরিবেশনের পর আতসবাজির খেলা ছিল আর্কষণীয়। ছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু।
|
স্কুলের ক্রীড়ানুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান হয়ে গেল বৃহস্পতিবার। দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে হল ক্রীড়ানুষ্ঠানটি। ছিলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার বিনীত গোয়েল, দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। স্কুলের পড়ুয়ারা ছাড়াও শিক্ষক, শিক্ষাকর্মীরা নানা ইভেন্টে যোগ দেন।
|
জয়ী যাদবপুর
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
বিইউসি আয়োজিত ইস্কো চ্যালেঞ্জ ফুটবলে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হয় যাদবপুর এস্ক ফুটবল অ্যাসোসিয়েশন। শুক্রবার তারা বার্নপুর ফুটবল স্টেডিয়ামে মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমিকে ৩-১ গোলে হারায়।
|
ফাইভ স্টার আরসি আয়োজিত ক্রিকেটে শুক্রবার জয়ী হয় আল্লডি তরুণ সঙ্ঘ। তারা শুক্রবার এইচসিএল এইচএস মাঠে নজরুল সঙ্ঘ এইচসিএলকে ৪ উইকেটে হারায়।
|
জিতল অন্ডাল সিসি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বক্তারনগর এফএ আয়োজিত ক্রিকেটে শুক্রবার জয়ী হয় অন্ডাল সিসি। তারা বক্তারনগর মাঠে তপসী স্টার একাদশকে ৬২ রানে হারিয়ে দেয়। |