গন্ডারের হামলায় জখম লখিমপুরে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে তিন জনকে জখম করল একটি গন্ডার। ঘটনাটি ঘটেছে লখিমপুর জেলায়। পুলিশ জানিয়েছে, কাজিরাঙা থেকে দু’টি গন্ডার পনেরো দিন আগে ব্রহ্মপুত্র পার করে মাজুলি দ্বীপে চলে আসে। বন দফতর কুনকি হাতি দিয়ে সে গুলিকে ফেরত পাঠানোর চেষ্টা করেও সফল হয়নি। গত কাল একটি গন্ডার ফের ব্রহ্মপুত্র পার হয়ে লখিমপুরে ঢুকে পড়ে। আজ সকালে নাওবৈচার বড়সলা বাজারে হানা দেয় সেটি। ভিড় দেখে আতঙ্কিত গন্ডারটি এ দিক-ও দিক ছুটতে থাকে। আক্রমণ করে কয়েকটি গাড়িও। তাতেই তিন জন জখম হন। গন্ডারটিকে জঙ্গলে ফেরত পাঠাতে বিশেষজ্ঞ দল লখিমপুর যাচ্ছে। উজানি অসমের ওই জেলায় গন্ডার-হানার ঘটনা অবশ্য নজিরবিহীন।
|
দূষণ রোধের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খড়্গপুর শিল্পাঞ্চলের দূষণ নিয়ে এ বার সরব হল যুব কংগ্রেস। সংগঠনের দাবি, স্পঞ্জ আয়রন কারখানা থেকে দূষণ ছড়ায়। এর ফলে, স্থানীয় মানুষজন সমস্যায় পড়েন। বৃহস্পতিবার খড়্গপুর শহর যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল মেদিনীপুরে এসে জেলাশাসকের দফতরে লিখিত দাবিপত্র জমা দেয়। দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। |