সেবাসদনে মৌনী মিছিল
নিজস্ব সংবাদদাতা • রিষড়া |
অবিলম্বে হাসপাতালে পরিষেবা চালুর দাবিতে রিষড়া সেবাসদনের কর্মীদের আন্দোলন অব্যাহত। সোমবার থেকে হাসপাতালের গেটের সামনে অবস্থানে বসেন কর্মীরা। বৃহস্পতিবার তাঁরা এলাকায় মৌনী মিছিল করেন। রাজ্য সরকার অনুদানের টাকা বন্ধ করে দেওয়ায় হাসপাতালে অচলাবস্থা তৈরি হয়। বেতন না পেয়ে চিকিৎসকেরা হাসপাতাল ছেড়ে গিয়েছেন। কর্মীদের চেষ্টা সত্ত্বেও মুখ থুবড়ে পড়েছে পরিষেবা। বুধবার হুগলিতে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “হাসপাতালটি সরাসরি সরকারের নয়। তবে আমরা মধ্যস্থতা করছি। সরকারি কমিটিই বিষয়টি দেখছে। শীঘ্রই জট খোলার চেষ্টা চলছে।”
|
সুসজ্জিত বাসস্টপ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বৃষ্টি হোক বা রোদ। হাওড়া শহরে বাসের জন্য অপেক্ষা করাই দায়। কারণ, ছাউনি দেওয়া বাসস্টপের আকাল। তবে এ বার সেই ছবিটাই বদলানোর উদ্যোগ নিল হাওড়া সিটি পুলিশ। শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সুসজ্জিত বাসস্টপের পরিকল্পনা করেছে তারা। যার মধ্যে উল্লেখযোগ্য শিবপুর, হাওড়া ও বালি-সহ প্রায় আটটি জায়গা। বালি ট্রাফিক ও হাওড়া সিটি পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার বালি হল্টে দু’নম্বর জাতীয় সড়কে ছাউনি-সহ এমনই একটি বাসস্টপের উদ্বোধন করেন হাওড়ার পুলিশ কমিশনার অজেয় রানাডে। জানা গিয়েছে, এই বাসস্টপগুলিতে স্থানীয় ও পার্শ্ববর্তী কয়েকটি থানার ফোন নম্বর, দমকল ও অ্যাম্বুল্যান্সের ফোন নম্বর দেওয়া থাকবে। থাকবে পানীয় জলের ব্যবস্থাও।
|
বুধবার আরামবাগের মুথাডাঙায় চালকলের যন্ত্র মেরামত করতে গিয়ে সেটির বেল্ট জড়িয়ে মৃত্যু হল এক মিস্ত্রির। পুলিশ জানায়, মৃতের নাম শ্রীকান্ত ঘোড়ুই (৪৮)। |