গৃহঋণে সুদ কমাল ভারতীয় স্টেট ব্যাঙ্ক
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
গৃহঋণে সুদের হার ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মহিলারা পাবেন সুদে বাড়তি ৫ বেসিস পয়েন্ট ছাড়। ভারতের বৃহত্তম এই ব্যাঙ্কটি জানিয়েছে, তাদের গৃহঋণ পাওয়া যাবে দু’টি স্তরে। ৭৫ লক্ষের বেশি ও তার কম। যাঁরা নতুন ঋণ নেবেন, তাঁরা ৭৫ লক্ষ টাকা পর্যন্ত পাবেন ১০.১৫% সুদে। এখন যা ১০.৫০%। মহিলাদের ক্ষেত্রে সুদ দাঁড়াবে ১০.১০%। ধারের অঙ্ক ৭৫ লক্ষের উপর হলে নতুন সুদ ১০.৩০%। মহিলারা দেবেন ১০.২৫%। শুক্রবার থেকেই কার্যকর হবে নয়া হার। এ বার ৩০ বছর মেয়াদের ঋণে প্রতি লক্ষ টাকায় ইএমআইয়ের নতুন অঙ্ক হবে মেয়েদের জন্য ৮৮৫ টাকা, অন্যদের ৮৮৯। এখন তা ৯০০ টাকা।
|
ভোডাফোনের কাছে ফের কর দাবি
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
ভোডাফোন গোষ্ঠীর কাছে ৬০.৪০ কোটি ডলার (৩৭৪৪.৮ কোটি টাকা) কর দাবি করল কেন্দ্রীয় আয়কর দফতর। বৃহস্পতিবার তারা জানিয়েছে এই হিসাবই চূড়ান্ত। গত বছর গোষ্ঠীর ইউনিট, ভোডাফোন ইন্ডিয়া সার্ভিসেস-এর করযোগ্য আয়ের সঙ্গে আরও ৮৫০০ কোটি টাকা যোগ করে কর হিসাবের নির্দেশ দিয়েছিল তারা। যা সংস্থাটি গোষ্ঠীরই অন্য সংস্থাকে কল সেন্টার পরিষেবা দিয়ে আয় করে বলে দফতরের দাবি। এ দিন ভোডাফোন অবশ্য জানিয়েছে, তাদের কোনও কর বকেয়া নেই। এর আগে হাচিসনের মোবাইল ব্যবসা কেনার জন্যও এ দেশের আয়কর দফতর ভোডাফোনের কাছে ২০০ কোটি ডলার কর দাবি করে।
|
দ্বিতীয়বার শেয়ার বিক্রি করছে সোশ্যাল নেটওয়ার্ক সংস্থা ফেসবুক। বিক্রি করবে ৭ কোটি ‘এ’ শ্রেণির শেয়ার। আর এরই অঙ্গ হিসেবে সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকেরবার্গ বেচবেন তাঁর হাতে থাকা ওই শ্রেণির ৪১ কোটি ৪০ লক্ষ শেয়ার। যার মোট দাম প্রায় ২৩০ কোটি ডলার।
|
কেজি বেসিনে উৎপন্ন গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করতে শর্তাধীনে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজকে অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রি -সভা। সংস্থা ব্যাঙ্ক গ্যারান্টি দিতে রাজি হলে তবেই এই সুবিধা মিলবে। |