সুন্দরবনের মৎস্যজীবী মেয়েদের নিয়ে ফোটোগ্রাফির প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতার প্রদর্শনীর একটি ছবি। রোদে বম্বে ডাক শুকোতে দিয়েছেন
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার এক মৎস্যজীবী। —নিজস্ব চিত্র। |
সুন্দরবনের মৎস্যজীবী মহিলাদের জীবন নিয়ে একটি ছবির প্রদর্শনী শুরু হল কলকাতার চিত্রকূট আর্ট গ্যালারিতে। চলবে ২১ তারিখ পর্যন্ত। কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা ও ইওরোপীয়ান কমিশনের উদ্যোগে আয়োজিত ওই প্রদর্শনীর উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে উজ্জয়িনী হালিম জানান, সুন্দরবনের মেয়েদের সঙ্গে কাজ করতে করতেই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা এই ছবিগুলি তুলেছেন। কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমার মৎস্যজীবী সম্প্রদায়ের মেয়েদের ২০ শতাংশই এই কাজে যুক্ত। অথচ তাঁদের কাজের পরিচয় নেই। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় জাল কেনারও সামর্থ্য নেই যাঁদের, তাঁরা কাঁকড়া ধরে জীবন নির্বাহ করেন। উজ্জ্বয়িনী বলেন, “এর সঙ্গে ঘরের কাজও রয়েছে। ওঁদের ভাল লাগবে ভেবে গতানুগতিক আলোচনাচক্রের বাইরে বেরিয়ে প্রদর্শনীর আয়োজন করেছি। এতে ওঁদের জীবনের ছোঁয়া আছে।”
|
পলের গাড়ি
সংবাদ সংস্থা • লস অ্যাঞ্জেলেস |
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবিতে পল ওয়াকারের ব্যবহৃত নীল রঙা নিসান স্কাইলাইন জিটি-আর গাড়িটির দাম উঠল প্রায় ১৪ লক্ষ ডলার। এক জার্মান গাড়ি বিক্রেতা গাড়িটির এই দাম হেঁকেছেন। চলতি বছরেরই নভেম্বর মাসে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রখ্যাত হলিউড অভিনেতা পল ওয়াকার।
|
দু’-দু’টি শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে ৩৫ বছরের জেল হল ব্রিটিশ রক গায়ক ল্যান ওয়াটকিন্স-এর। এ ছাড়াও ওই গায়কের বিরুদ্ধে ১৩টি অপরাধের মামলা চলছে বলে জানিয়েছে পুলিশ। |