সেতু সংস্কারের দাবি
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
নজরদারির অভাবে দীর্ঘদিন আগে লোপাট হয়ে গিয়েছে সেতুর নীচে লোহার বরগা। এর ফলে দুর্বল হয়ে পড়ছে সেতু। কিন্তু প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। এর ফলে বিপজ্জনক ওই সেতুর উপর দিয়ে চলছে যাতায়াত। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। ময়ূরেশ্বরের ঢেকা পঞ্চায়েত এলাকায় ব্রহ্মদৈত্য মেলার মাঠ সংলগ্ন সেচ খালের উপর পুরনো একটি সেতু রয়েছে। কিন্তু সেই সেতুর নীচের লোহার বরগা দীর্ঘদিন আগে দুষ্কৃতীরা চুরি করে নিয়েছে। অথচ ওই সেতুর উপর দিয়েই দুই পাড়ের বাসিন্দাদের ট্রাক্টর কিংবা গরুর গাড়িতে করে ধান-সহ অন্যান্য কৃষিজাত পণ্য নিয়ে যাতায়াত করতে হয়। যাতায়াত করে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও। রামকৃষ্ণপুরের জাহির শেখ, বাঁধগ্রামের বাসুদের বাগদিরা বলেন, “যে কোনও সময় সেতু ভেঙে দুর্ঘটনা ঘটনা করতে পারে। কিন্তু প্রশাসন সেতু সংস্কার কিংবা পুননির্মাণের বিষয়ে উদাসীন।” স্থানীয় ঢেকা পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের মিঠু গড়াই অবশ্য বলেন, “বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পঞ্চায়েত সমিতির দৃষ্টি আকর্ষণ করব।” ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের কল্যাণী দাস বলেন, “সেতুটি সেচ দফতরের আওতাধীন। তাই সেচ দফতরের সঙ্গে কথা বলে উপযুক্ত পদক্ষেপ নেব।”
|
মদ-কাণ্ডের তদন্ত
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট ও বর্ধমান |
তারাপীঠে দেশি মদ খেয়ে মৃত্যুর ঘটনার তদন্তে বৃহস্পতিবার বীরভূমে যান রাজ্য আবগারি দফতরের যুগ্ম কমিশনার গৌতম ঘোষ। তিনি রামপুরহাট হাসপাতালে অসুস্থ শ্মশানযাত্রীদের সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, “ওই মদের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না এলে তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ভাবে কিছু বলা মুশকিল।” তবে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি। এ দিকে, অবৈধ ভাবে মদ বিক্রির অভিযোগে ধৃত দোকান মালিক জীবন দাস ও দুই কর্মীকে এ দিন রামপুরহাট আদালতে তোলা হয়েছিল। মালিকের এক দিন পুলিশ হেফাজত ও দুই কর্মীর ১৪ জেল হাজত হয়। প্রসঙ্গত, সোমবার তারাপীঠে শবদাহ করতে যাওয়া শ্মশানযাত্রীরা দেশি মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। ওই ঘটনায় সাত জনের মৃত্যু হয়।
|
বার্ষিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
৩১তম জেলা প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা। —নিজস্ব চিত্র। |
বৃহস্পতিবার রামপুরহাটে হয়ে গেল ৩১তম জেলা প্রাথমিক স্কুল ও শিশু শিক্ষাকেন্দ্রের বার্ষিক ক্রীড়া। ৩২টি সার্কেল থেকে মোট ১১২ জন পড়ুয়া যোগ দিয়েছিল। ৩৮টি ইভেন্ট ছিল। বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্যও ইভেন্টের আয়োজন ছিল। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষ, জেলা স্কুল পরিদর্শক (প্রাথমিক) নীলিমা গিরি, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী।
|
চাষিদের সাহায্য
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
অল্প সময়ে অধিক ফলনশীল বিশেষ প্রজাতির ধান চাষে চাষিদের আগ্রহ বাড়াতে জমি তৈরি ও ধান পোঁতার জন্য অনুদান দিল ময়ূরেশ্বর ২ ব্লক কৃষি উন্নয়ন দফতর। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, বছর দু’য়েক আগে স্থানীয় ঢেকা এবং ষাটপলশা পঞ্চায়েত এলাকায় ওই বিশেষ প্রজাতির ধান চাষের জন্য ইচ্ছুক চাষিদের বীজ দেওয়া হয়েছিল। যাঁরা সেই বীজ দিয়ে চাষ করেছিলেন, তাঁদের গত দু’দিন ধরে অনুদান দেওয়া শুরু হয়েছে। ব্লকের সহ-কৃষি আধিকারিক প্রদীপকুমার গিরি বলেন, “দুই পঞ্চায়েত এলাকার ৯৬৩ জন চাষিকে শতক প্রতি ১২ টাকা হারে অনুদান দেওয়া হবে।” |