এনএসএ-র নজরদারি চান পুতিন |
জঙ্গি হানা ঠেকাতে প্রয়োজন ‘ন্যাশনাল সিকিওরিটি এজেন্সি’ ওরফে এনএসএ-র নজরদারি, বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি এ-ও বলেছেন, এনএসএ-র এক্তিয়ার ঠিক কতটা তা বেঁধে দেবে সরকারই। ইন্টারনেটে আড়ি পাতার ঘটনায় যখন প্রশ্নের মুখে এনএসএ তখন পুতিনের এই মন্তব্যে ফের মাথা চাড়া দিয়ে উঠল বিতর্ক।
|
পাক সেনার সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ২৩ জঙ্গির। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে উত্তর ওয়াজিরিস্থানে। খাজোরি চেক পোস্ট সংলগ্ন এলাকায় পাক সেনার কনভয় লক্ষ্য করে গুলি ছোড়ে এক দল জঙ্গি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ সেনার। পাল্টা গুলি চালায় পাক সেনাবাহিনী। বুধবারের এই জঙ্গি হানার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান গোষ্ঠী।
|
আত্মঘাতী বোমা বিস্ফোরণে ইরাকে মৃত্যু হল ২২ জনের। গুরুতর জখম আরও ২০। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে দক্ষিণ বাগদাদের দুরা এলাকার এক শরণার্থী শিবিরে। অনুমান, ঘটনায় আল কায়দার হাত রয়েছে। |