|
|
|
|
ইন্দ্রাণীর
বং কানেকশন |
বাংলা ছবিতে অভিনয় করার জন্য ইন্দ্রাণী হালদার আবার কলকাতায়। লিখছেন সংযুক্তা বসু। |
টানা চার বছর ধরে মুম্বইতে পর পর পাঁচটা সিরিয়ালের অভিনয়ে ব্যস্ত থাকা ইন্দ্রাণী হালদার ফিরে এসেছেন তাঁর সাঁঝবাতির শহরে। মানে কলকাতায়। লক্ষ্য একটাই। বাংলা ছবিতে আবারও অভিনয়। হিন্দি সিরিয়াল ‘সাবিত্রী’ শেষ হওয়ার পর তিনি পেয়েছেন এই অবকাশ।
“এই বার শীতের মরসুমে যাত্রা করার ফাঁকে কিছু দিন কলকাতায় থেকে দেখব ভাল অফার আসে কি না। অলরেডি দু’তিন জন পরিচালক আমাকে ছবির অফার দিয়েছেন,” বলছেন তিনি। শুধু তাই নয়, একটা নতুন বাংলা ছবির জন্য চুক্তিপত্রে সইও করে ফেলেছেন ইন্দ্রাণী হালদার। ছবির নাম ‘কালচার কানেকশন।’ পরিচালক মুম্বইনিবাসী জিৎ। তিনি এই প্রথম বাংলা ছবি করছেন।
ছবিটায় ইন্দ্রাণীর চরিত্রটা ঠিক কেমন? উত্তরে তিনি বললেন, “এই ছবিতে আমাকে এক বার অল্পবয়সি
দেখানো হবে। আর এক বার
দেখানো হবে আমার এখনকার
বয়সের মতো। পুরোপুরি কমেডি
ছবি। এবং আমি মুখ্য চরিত্রে। কিন্তু একজন নারীর লড়াইয়ের গল্পও
আছে।”
|
|
বাংলা ছবিতে অভিনয় করার অভিপ্রায়ে কলকাতার অন্যান্য
নতুন পরিচালকের সঙ্গে কি
যোগাযোগ রাখছেন তিনি? জানা গেল কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইন্দ্রাণীর দেখা হয়েছে। এই রকম ভাবে আজকালকার অনেক পরিচালকের সঙ্গেই তাঁর যোগাযোগ হয়। তিনি যে কলকাতায় আছেন
সে কথা বিভিন্ন পরিচালক এখন জানেনও। “এখন সেই সব পরিচালকের ছবিতে আমার উপযুক্ত রোল থাকবে কি না সেটা জানা সময়সাপেক্ষ ব্যাপার। তবে ইন্ডাস্ট্রির বাইরের বন্ধুবান্ধব এবং অনেক দর্শক আমার অভিনীত বাংলা ছবি দেখতে চান। আমি তাঁদের বলেছি যে এখন তো আমি কলকাতায় আছি। আপনারা যখন এত করে বলছেন নিশ্চয়ই এ বার আমার বাংলা ছবিতে অভিনয় করা হবে,” বলছেন ইন্দ্রাণী।
ঋতুপর্ণা সেনগুপ্ত তো দিব্যি পরপর বাংলা ছবিতে অভিনয় করছেন।
বাংলা ছবির মাটিতে থাকলে এখন আর এই ডাকের অপেক্ষায় থাকতে হত না ইন্দ্রাণীকেও। হয়তো তিনি নিউ এজ বাংলা ছবিতে নিয়মিত অভিনয় করতে পারতেন। কিন্তু কলকাতা-ছাড়া হয়েই তো দূরত্ব বাড়ল টলিউডের সঙ্গে। এই কথায় ইন্দ্রাণীর জবাব, “ঋতুপর্ণার কাজের প্রতি আমার আলাদা সম্মানবোধ আছে। তবে আমি তো চেয়েছিলাম বাংলার বাইরে জাতীয় এবং আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছতে।”
সম্প্রতি একটা পার্টিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল ইন্দ্রাণীর। তিনি প্রসেনজিৎকে বলেন, “আমি কিন্তু এখন কলকাতায় আছি, বুম্বাদা।” আর তা শুনে প্রসেনজিৎ হেসে বলেছেন, “আছিস তো বুঝলাম। কবে আবার চলে যাবি, কোনও ঠিক আছে!”
তবে ইন্দ্রাণী অবশ্য এই সংশয় রাখতে চাইছেন না। জোর দিয়েই বললেন আপাতত কলকাতার শেকড়েই ফিরেছেন। বাংলা ছবির জন্য তিনি সময় দিতে চান। দেখতে চান বাংলার ইন্ডাস্ট্রি এবং দর্শক কতটা তাঁকে স্বাগত জানান... |
|
|
|
|
|