ইন্ডিয়ান ন্যাশনাল মাইন ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে হল এড্স সচেতনতা শিবির। মঙ্গলবার এই শিবির হয় আসানসোলের উষাগ্রামের কাছে কল্যাননগর কমিউনিটি সেন্টারে। শিবিরে বক্তব্য রাখেন আইএএলও-র প্রতিনিধি শঙ্কর চৌধুরী, আয়োজক সংস্থার সম্পাদক বি কে দাস এবং ইসিএলের কাল্লা হাসপাতালের তিন চিকিৎসক। ৭০ জনের রক্ত কাল্লা হাসপাতালে পরীক্ষাও করা হয়।
|
টানা ২০ বছর হুইলচেয়ারে কাটানোর পরে মুক্তির স্বাদ পেলেন সুনীতা ঝওয়ার। ২৮ বছর আগে শরীরের বিভিন্ন গ্রন্থিতে ব্যথা শুরু হয় তাঁর। এই পরিস্থিতিতেই দুই সন্তানের জন্ম দেন। কিন্তু ১৯৯২ থেকে হাত-পা বিকৃত হতে শুরু করে, বেঁকে যায় দুই হাঁটু। কেউই অস্ত্রোপচারের ঝুঁকি নিতে চাননি। সম্প্রতি বাইপাসের এক বেসরকারি হাসপাতালে দু’টি হাঁটুতেই অস্ত্রোপচার করিয়ে নিজের পায়ে দাঁড়ালেন সুনীতাদেবী। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট চিকিৎসক সূর্য উদয় সিংহ বলেন, “রোগটা ‘ইনফ্ল্যামেটরি আর্থরাইটিস’। এত বছর পরে অস্ত্রোপচারে ফল হবে কি না, সে নিয়ে অনিশ্চয়তা ছিল। অস্ত্রোপচার সফল না হলে দু’টি পা-ই হাঁটুর নীচ থেকে বাদ দিতে হত। কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম।” সুনীতাদেবী জানান, তাঁকে নিজের পায়ে দাঁড় করিয়েছেন ওই চিকিৎসকেরাই। |