টুকরো খবর |
সন্ত্রাসের অভিযোগে অধ্যক্ষ ঘেরাও সিপি-র
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কলেজ নির্বাচন আসন্ন। তার আগে কলেজে বহিরাগত ঢুকিয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি), এই অভিযোগে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ (সিপি) সদস্যরা। মঙ্গলবার খড়্গপুর কলেজের অধ্যক্ষকে বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবিতে স্মারকলিপিও দেওয়া হয়। খড়্গপুর কলেজের ছাত্র সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কোনও সংগঠনই ক্ষমতায় নেই। এসএফআই, টিএমসিপি ও সিপি প্রত্যেকেই প্রভাব বিস্তারে চেষ্টা করছে। সিপি-র অভিযোগ, আগেও কলেজে ছাত্রীদের কটূক্তি, ছাত্রদের মারধরের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষকে জানিয়ে কাজ হয়নি। সিপির শহর সভাপতি দ্বিতীয় বর্ষের ছাত্র অরিত্র দে বলেন, “তৃণমূলের বহিরাগতরা গত সোমবার কলেজে আকাশ মণ্ডল নামে এক ছাত্রকে মারধর করেছে। তাই কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধ করার দাবি নিয়েই অধ্যক্ষকে ঘেরাও করা হয়েছে।” ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল, জেলা যুব কংগ্রেস সহ-সভাপতি অমিত পাণ্ডের অভিযোগ, “নির্বাচনের আগে কলেজে বহিরাগত ঢুকিয়ে টিএমসিপি সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে।” টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরির বক্তব্য, “আমরাই কলেজগুলিতে বহিরাগতের প্রবেশ বন্ধের দাবি করেছি। অস্তিত্ব না থাকায় সিপি মিথ্যা অভিযোগ করছে।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অচিন্ত্য চট্টোপাধ্যায় বলেন, “সিপি-র সদস্যরা স্মারকলিপি দিয়েছে। নিরাপত্তারক্ষীদের আরও কঠোর হতে বলেছি।”
|
সদর বিডিও-র কাছে দাবিপত্র
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কর্মীদের বিডিও অফিস থেকে নিজ নিজ এলাকায় পাঠিয়ে আরএলআই, ডিটিসির মতো বিভিন্ন সরকারি প্রকল্প চালু করা-সহ নানা দাবিতে মঙ্গলবার মেদিনীপুরের (সদর) বিডিও ঋত্বিক হাজরার দ্বারস্থ হয় ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন। নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা যুগ্ম আহ্বায়ক সুব্রত সরকার, সদর ব্লক কমিটির সম্পাদক সন্দীপ দত্ত। বিডিওকে ১১ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়। তাতে প্রশাসন চালানোর কাজে সর্বস্তরে আরও দৃঢ়া হওয়ার দাবি জানানো হয়েছে। সুব্রতবাবু বলেন, “নির্দিষ্ট কিছু দাবি নিয়ে আমরা বিডিও’র কাছে গিয়েছিলাম। কিছু ক্ষেত্রে দুর্নীতি- বেনিয়ম হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। বিডিওকে তাও জানিয়েছি। আশা করি, সব খতিয়ে দেখে উনি পদক্ষেপ করবেন।”
|
বিদ্যালয় ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
সোমবার অরবিন্দ স্টেডিয়ামে দৌড়। |
পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার। জেলার ৪টি মহকুমার ৩২২ জন স্কুল ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করে। সবমিলিয়ে ৮০টি ইভেন্ট ছিল। জেলাস্তরের প্রতিযোগিতায় সফল ২২ জন রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। |
|