কন্যাশ্রী প্রকল্পের ফর্ম তুলে সাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে সিঙ্গুরের পুরুষোত্তমপুরে ১২ নম্বর রুটে। পুলিশ জানায়, মৃতার নাম নিরুপমা বন্দ্যোপাধ্যায় (১৬)। তার বাড়ি পুরুষোত্তমপুর গ্রামে। ঘটনার প্রতিবাদে এবং যান নিয়ন্ত্রণের দাবিতে রাস্তা অবরোধ হয়। পুলিশের হস্তক্ষেপে ঘণ্টা দু’য়েক পরে অবরোধ ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিরুপমা হাকিমপুর তুষ্টচরণ উচ্চবিদ্যালয়ে পড়ত। এ দিন সকালে সে সিঙ্গুর বিডিও অফিসে গিয়েছিল। সেখান থেকে সাইকেলে চেপে সকাল ১১টা নাগাদ বাড়ি ফিরছিল। বৈদ্যবাটিগামী একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মেয়েটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চোখের সামনে ওই ঘটনা দেখে রে-রে করে রাস্তায় নেমে পড়েন স্থানীয় লোকজন। বেগতিক বুঝে ট্রাক ফেলে চালক এবং খালাসি গা-ঢাকা দেয়। সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কয়েক দিন আগেই একই জায়গায় পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছিল। অবরোধকারীদের অভিযোগ, অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের জন্যই প্রায়ই এই এলাকায় দুর্ঘটনা ঘটছে। অথচ পুলিশ-প্রশাসনের নজর নেই। তাঁরা দাবি তোলেন, ওই জায়গায় অবিলম্বে রাস্তার উপরে হাম্প তৈরি করতে হবে। যত দিন তা না হচ্ছে, তত দিন পুলিশকে রাস্তায় দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করতে হবে। শেষ পর্যন্ত পুলিশ অফিসারদের আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ জানায়, মৃতদেহ ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়েছে। |