টুকরো খবর
কবরই দেওয়া হয়েছিল

১৭ ডিসেম্বর
উঁচু উঁচু ঢিপির মধ্যে সারি সারি শোয়ানো রয়েছে অনেক কঙ্কাল। ১৯০৮ সালে ফ্রান্সের এক প্রত্যন্ত প্রান্তরে ঢিপির তলা থেকে বেশ কয়েকটা কঙ্কাল উদ্ধারের পর প্রত্নতত্ত্ববিদরা দাবি করেছিলেন তাদের কবর দেওয়া হয়েছিল। কিন্তু শুরু হয় বিতর্ক। কারণ কঙ্কালগুলো গুহামানবের। আজ থেকে অন্তত ৫০ হাজার বছর আগে তাদের মৃত্যু হয়। বিতর্কের কারণ,গুহামানবদের মধ্যে মৃতদেহ সৎকারের কোনও ব্যবস্থা ছিল না বলেই এত দিন জানা ছিল। কিন্তু ফ্রান্সে পাওয়া কঙ্কালগুলো কবরস্থ করা হয়েছিল বলে মেনে নিলে সেই ধারণাকে মিথ্যে বলে ধরে নিতে হয়। অগত্যা শুরু হল গবেষণা। টানা ১৩ বছর গবেষণার পরে বিজ্ঞানীরা জানালেন কোনও প্রাকৃতিক কারণে নয়, রীতিমতো কবরই দেওয়া হয়েছিল ওই গুহামানবদের। সম্প্রতি তাঁদের এই গবেষণা ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’-এ প্রকাশিত হয়েছে। ওই জার্নালে গবেষকেরা লিখেছেন, কঙ্কালগুলো পরীক্ষা করে মনে হয়, স্বাভাবিক মৃত্যু হয়েছে তাদের এবং মৃত্যুর পর পরই তাদের কবর দেওয়া হয়েছিল।

বাগদাদে নিহত ৬৬

১৭ ডিসেম্বর
দু’টি পৃথক বিস্ফোরণে বাগদাদে প্রাণ হারালেন ৬৬ জন। প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে বাগদাদে। অন্য বিস্ফোরণটি ঘটে তিকরিতে।

বাবার স্মৃতিই সঙ্গী
রক্ষী ঘেরা চার দেওয়ালের বাইরে কী হচ্ছে ইচ্ছে থাকলেও তা জানার কোনও উপায় নেই। তাদের তেমন কোনও বন্ধুও নেই। পপ গায়ক মাইকেল জ্যাকসনের নামে একটি তথ্যচিত্র তৈরির সময়ে এমন সব কথাই জানাল তাঁর তিন ছেলেমেয়ে। বাবা তাকে বলেছিল বিখ্যাত মুন ওয়াক নাচটা শিখিয়ে দেবে। কিন্তু ২০০৯-এ মাইকেলের মৃত্যুর পরে সেই স্বপ্নটা অপূর্ণ থেকে গিয়েছিল বলে জানাল মাইকেলের ১৫ বছরের মেয়ে প্যারিস। মাইকেলের ছেলে ১৬ বছরের প্রিন্সের আবার বাবার সম্পর্কে ধারণাটা অন্য রকম। তার কথায়, “ছ’বছর বয়সের আগে তো বাবা কে তা-ই জানতাম না।” ছোট মেয়ে ১১ বছরের ব্ল্যাঙ্কেটের কাছে অবশ্য বাবার স্মৃতিই সম্বল।

খুনের দায়ে
এক ভারতীয়কে খুনের দায়ে দুই মহিলাকে আট বছর আট মাসের কারাবাসের সাজা শোনাল নিউজিল্যান্ডের হাইকোর্ট। গত ২৪ জানুয়ারি কাইতি-র সমুদ্রসৈকতের ঝোপের ধারে আমনদীপ সিংহের দেহ উদ্ধার করে পুলিশ। ভারত থেকে নিউজিল্যান্ড যাওয়ার পথে আমনদীপের সঙ্গে আলাপ হয় ওই দুই মহিলার।

জঙ্গি হানা
পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি ধর্মস্থানের বাইরে বিস্ফোরণে এক পুলিশ অফিসার-সহ নিহত হয়েছেন তিন জন। পুলিশ জানিয়েছে, বেনজির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই ধর্মস্থানে মঙ্গলবার হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। হামলায় ১০ জন আহত হয়েছেন।

বাবাকে গুলি
খেলার ছলে বাবাকে গুলি করে মারল ছেলে। পরে অনুশোচনায় নিজেকেও গুলি করল বছর চোদ্দোর এক কিশোর। শনিবার ঘটনাটি ঘটেছে ফ্রান্সের সুরিব শহরে। ওই কিশোর বাবার সঙ্গে শিকারে বেরিয়েছিল। সেখানেই বন্দুক দেখতে গিয়ে ট্রিগারে হাত পড়ে যায় কিশোরটির।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.