টুকরো খবর
উচ্ছেদ এডিডিএ-র, বিক্ষোভ
প্রায় বছর খানেক পরে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) মঙ্গলবার বেআইনি দখলদার উচ্ছেদে অভিযান চালাল দুর্গাপুরে। এডিডিএ সূত্রে জানা যায়, আগে থেকে এ ব্যাপারে মাইকে প্রচার করা হয়েছিল। চিহ্নিত করে দেওয়া হয়েছিল, কোন কোন বাড়ি বা নির্মাণ ভাঙা পড়বে। মঙ্গলবার সে ভাবেই অভিযান শুরু হয় জেলখানা মোড়ে। বেশ কয়েকটি দোকানপাট ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় তৃণমূলের অস্থায়ী কার্যালয়ও। এর পরে বিধাননগরের একটি ইংরেজি মাধ্যম স্কুল লাগোয়া এলাকায় বস্তিতেও অভিযান চালানো হয়। এর পরেই বিপত্তির শুরু। বস্তিবাসীদের কেউ কেউ তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ পরেই অভিযান বন্ধ করে চলে যান এডিডিএ-র কর্মীরা। পরে এডিডিএ-র চেয়ারম্যান তথা দুর্গাপুরের তৃণমূল বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায় জানান, এখন শীতকাল। মানবিক কারণেই আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হল।

যানজট সমস্যা মেটাতে বৈঠক
পুরসভা এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য একটি প্রশাসনিক পর্যায়ের বৈঠক হল। মঙ্গলবার কুলটি পুরসভায় অনুষ্ঠিত ওই বৈঠকে পৌরহিত্য করেন উপপ্রধান বাচ্চু রায়। কমিশনারেটের পুলিশ পদাধিকারিরা বৈঠকে ছিলেন। এ দিন মূলত নিয়ামতপুর এবং বরাকর স্টেশন রোডের যানজটের বিষয়ে আলোচনা হয়। কুলটি পুর এলাকার জি টি রোডের দুই পাশের যানজট নিয়েও আলোচনা হয়। মাসখানেক আগে নিয়ামতপুর স্টেশন রোডে লরির ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। এই ঘটনায় ক্ষোভ ছড়ায় এলাকায়। এর পরই পুলিশ ও পুর প্রশাসন যানজট সমস্যা নিয়ে নড়েচড়ে বসেন। এসিপি (ট্রাফিক) তন্ময় মুখোপাধ্যায় জানান, নির্দিষ্ট কিছু নিয়ম প্রণয়ন করে কুলটির যানজট সমস্যার মোকাবিলা করা হবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন, খনিতে ঘেরাও কর্তা
খনি সংলগ্ন বসতি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে ইসিএলের সালানপুর এরিয়ার জিএমকে প্রায় চার ঘণ্টা ঘেরাও করলেন এলাকাবাসী। মঙ্গলবার তাতে নেতৃত্ব দেন স্থানীয় যুব তৃণমূল নেতা পাপ্পু উপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সালানপুরের সামডিহি খনি সংলগ্ন এলাকায় এত দিন বিনা পয়সায় বিদ্যুৎ দিয়ে এসেছে ইসিএল। সোমবার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। কেন এমন করা হল, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি এরিয়ার জিএম। খনি সূত্রে জানা যায়, এলাকাটি ধসপ্রবণ। বাসিন্দাদের সেখান থেকে চলে যেতে বলেছে প্রশাসন। পুনর্বাসন বাবদ অর্থও দিয়েছে ইসিএল কর্তৃপক্ষ। তাই আর ইসিএল বিদ্যুৎ দেবে না।

অপহরণে ধৃত
এক শিশুকে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার জামুড়িয়া বাসস্ট্যান্ডে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা রামলাতু পাসোয়ানকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের জামুইয়ের বারহাট থানা এলাকার বাসিন্দা বিজয় পাসোয়ান পুলিশে তাঁর শিশু সন্তানকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন। পারিবারিক বিবাদের জেরে রামলাতু শিশুটিকে অপহরণ করে পালিয়ে আসছিল বলে পুলিশের ধারণা। ধৃত ও অপহৃত শিশুকে বারহাটে পাঠিয়েছে জামুড়িয়া থানার পুলিশ।

কয়লায় আগুন
খনির কয়লায় আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়াল রানিগঞ্জের মহাবীর খোলামুখ খনিতে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। যদিও অল্প সময়ের মধ্যে আগুন নিভে যায়। ইসিএল-এর সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, ওই অংশে কয়লাস্তরের নীচে আগুন ছিল। কয়লা কেটে তোলার জন্য বিস্ফোরণ ঘটাতেই সেই আগুন বাইরে ছিটকে আসে। এই ঘটনায় আতঙ্কের কিছু নেই।

কয়লা চুরিতে ধৃত
কয়লা চুরির অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ইসিএলের জামুড়িয়ার সাতগ্রাম সাইডিং থেকে কয়লা চুরির অভিযোগ অশোক কেওট, ব্রহ্মজিৎ কেওট এবং মনোজ কেওটকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আসানসোল আদালতে তোলা হলে ২৪ ডিসেম্বর পর্যন্ত জেল হাজতের নির্দেশ দেন বিচারক। জামুড়িয়া পুলিশ জানায়, সাইডিং থেকে কয়লা চুরি করছিল পাঁচ জন। বাকি দু’জনের খোঁজ চলছে। সাইডিং ঘেঁষা তিপলা বস্তির পাশে জঙ্গল থেকে ৮ টন কয়লা উদ্ধার হয়েছে।

শপথ আসানসোলে
উপনির্বাচনের তিন জন বিজয়ী কাউন্সিলরের শপথ গ্রহণ অনুষ্ঠান হল মঙ্গলবার। আসানসোল পুরসভার ১, ৬ ও ৪৭ নম্বর ওয়ার্ডের তিন বিজয়ী প্রার্থীকে পুরসভায় শপথ বাক্য পাঠ করান আসানসোলের এডিএম অমিতকুমার দত্ত। ওই তিনটি ওয়ার্ডে উপনির্বাচন হয় ২২ নভেম্বর। গতবার বামেদের দখলে থাকা ১ ও ৪৭ নম্বর ওয়ার্ড এ বার ছিনিয়ে নেয় তৃণমূল। ৬ নম্বর ওয়ার্ডে ফের জেতে তারা।

পানীয় জলের দাবি
এলাকায় উন্নয়ন এবং পানীয় জলের দাবিতে পুরসভায় বিক্ষোভ দেখালেন শতাধিক বাসিন্দা। মঙ্গলবার আসানসোল পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডে শান্তিনগর সাউ পাড়া এলাকার ওই বাসিন্দারা বিক্ষোভ শেষে মেয়রের হাতে একটি স্মারকলিপিও তুলে দেন। মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.