|
|
|
|
রাজনীতির বাইশ গজ |
দাদার যাওয়া উচিত হবে কি না? বিশিষ্টজনেদের সঙ্গে কথা বলে জানাচ্ছে আনন্দplus
|
|
মুনমুন সেন
প্রথম যখন শুনলাম পলিটিক্সে জয়েন করতে বলে বিজেপি সৌরভের কাছে প্রস্তাব রেখেছে, আই ওয়াজ এক্সট্যাটিক। সৌরভ ভারতের অন্যতম সেরা নাগরিক। ক্যাপ্টেন হিসেবেও ও ছিল দুর্ধর্ষ। কাজেই টিম বিল্ডিং আর লিডারশিপ নিয়ে ওর যথেষ্টই জ্ঞান। খালি এটাই চাই যে, ও যদি বিজেপি-তে যোগ দেয়, তবে বিজেপি যেন ওকে সঠিক ভাবে ব্যবহার করে। শত্রুঘ্ন সিংহ-ও কিন্তু ওই পার্টিতে থেকে প্রচুর কাজ করেছেন। আর সৌরভের মতো কেউ রাজনীতিতে এলে নাগরিক হিসেবে তা আমার কাছে বিরাট পাওনা। ও অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো ভোট ক্যাচার নয়। ও সব অর্থেই একজন লিডার। নেতা। |
|
কৌশিক সেন
সৌরভের রাজনীতি থেকে সরে থাকাটা উচিত, তা মনে করি না। এ ধরনের ব্যক্তিত্ব, যার মুখ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে, তার রাজনীতিতে জয়েন করা উচিত। সেটা করলে রাজনীতি সম্পর্কে মানুষের আস্থা তৈরি হবে। তবে ব্যক্তিগত ভাবে সৌরভকে কেন্দ্র করে অনেকেরই একটা প্যাশন কাজ করে। ওর লড়াইটা বহু মানুষকে উদ্দীপ্ত করে। সেই পরিপ্রেক্ষিত থেকে দেখতে গেলে বলব বিজেপি-র প্রস্তাবটা সরাসরি প্রত্যাখ্যান করা উচিত। অন্যান্য প্রস্তাব আসা পর্যন্ত ‘ওয়েট অ্যান্ড সি’ করাটা সৌরভের উচিত নয়। অন্য কোনও ন্যাশনালিস্ট পার্টির ক্ষেত্রে যদি ও ভাবতে সময় নেয়, তা হলে আমি বুঝব।
তবে যে পার্টি কম্যুনাল তাসটাকে এত খোলাখুলি খেলে, তার প্রস্তাব ‘না’ করতে সৌরভের একদম সময় নেওয়া উচিত নয়। |
|
সেলিম খান
আমি সৌরভের অ্যাডমায়ারার। আমাদের দেশে ক্রিকেট হল একটা রিলিজিয়ন। আমি নিজে ক্রিকেট বুঝি। এক সময় খেলেওছি। এটুকু বলতে পারি যে সৌরভের প্রথমে ভাবা দরকার ও ক্রিকেটের ময়দানে যা করেছে, পলিটিক্সে গিয়ে কি ওর উত্তরণ ঘটতে পারে? যদি সেটা না হয়, তা হলে ওর এতে যাওয়া উচিত নয়। ইলেকশনের ব্যাপারে কেউ সঠিক ভাবে কিছু বলতে পারে না। যদি হেরে যায়, তা হলে কী রকম একটা ব্যাপার হবে! ও দেশের ক্যাপ্টেন ছিল। প্রধানমন্ত্রী যদি হয়, তা হলে এক কথা। না হলে ওর এমন কিছু করা উচিত নয় যেখানে ওর ‘স্টেপ ডাউন’ হতে পারে। সৌরভকে আমার খুব সভ্য আর সুবক্তা মনে হয়। ক্রিকেট সম্পর্কে ওর কত জ্ঞান! যে খেলা ওকে নামযশ দিয়েছে, ওর সেটাকেই কিছু ফেরত দেওয়ার সময় এসেছে। ফর সৌরভ ইট’স পে ব্যাক টাইম টু ক্রিকেট। |
|
অপর্ণা সেন
সৌরভ ইজ আ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ক্রিকেটার। ও রকম মানের ক্রিকেটার হওয়া মানে সৌরভের মধ্যে ডেডিকেশনও প্রচুর। কিন্তু রাজনীতির ময়দানে সেটাই যথেষ্ট কি না, বা সেই ডেডিকেশনটা কতটা ট্রান্সলেট করা সম্ভব হবে ওর পক্ষে, সেটা আমি জানি না। আমি আশা করব ও সফল হোক। আই উইশ হিম ওয়েল। |
|
বাবুল সুপ্রিয়
ভারতীয় রাজনীতির ইতিহাসে গ্ল্যামারাস মানুষেরা সুপার সাকসেসফুল হয়েছেন। এন.টি. রামরাও, এম.জি.রামচন্দ্র এবং জয়ললিতা মুখ্যমন্ত্রীও হয়েছেন। শুধু ভারতবর্ষ কেন, রোনাল্ড রেগান হলিউডের অভিনেতা ছিলেন। উনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। ক্যালিফোর্নিয়ার মতো হ্যাপেনিং জায়গায় আর্নল্ড শোয়ার্জেনেগারও দু’টো টার্মে গভর্নর ছিলেন। তাই আমি বলব, ইতিহাস সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষেই রয়েছে। ওর মতো একজন পার্সোনালিটি, যাকে সব ক্ষেত্রের লোকেরাই খুব সম্মান করে, তাকে ক্রীড়ামন্ত্রী হিসেবে ব্যবহার করা হলে দেশের জন্য ভাল হবে। কোন পার্টি থেকে তা করা হবে, সেটা আমার কাছে কোনও ফ্যাক্টর নয়। কারণ সব পার্টিই আমার কাছে সমান। সৌরভ কী সিদ্ধান্ত নেবে, সেটা সম্পূর্ণ ভাবে ওর ওপর ছেড়ে দেওয়া উচিত। তবে রাজনীতিতে এলে ওকে যেন কয়লা মন্ত্রী করে রাখা না হয়। বরং ক্রীড়া মন্ত্রকে ওকে ব্যবহার করলে দেশের ভাল হবে। |
|
|
সাক্ষাত্কার: ইন্দ্রনীল ও প্রিয়ঙ্কা
অলংকার: ওঙ্কারনাথ ভট্টাচার্য |
|
|
|
|
|