আইনজীবীদের কর্মবিরতি
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
ফোটোকপির মেশিন অকেজো। টাইপরাইটারেও প্রয়োজনীয় কাজ সময়মতো না হওয়ায় আদালতে মিলছে না মামলার সার্টিফায়েড কপি। ফলে সমস্যায় পড়ছেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা। এর প্রতিবাদে সোমবার থেকে বিষ্ণুপুর আদালতে কর্মবিরতি শুরু করল বিষ্ণুপুর অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন। সংগঠনের বিষ্ণুপুর শাখার সভাপতি রবিদুলাল ঘোষ বলেন, “মামলার সার্টিফায়েড কপি সময়মতো না পাওয়ায় হয়রান হচ্ছেন বিচারপ্রার্থীরা। মামলা হাইকোর্ট বা অন্য কোর্টে নিয়ে যেতেও দেরি হচ্ছে। তার প্রতিবাদেই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।” যদিও নিয়মমাফিক পুলিশ কোর্ট চালু থাকবে বলে সূত্রের খবর।
|
জনসংযোগ
নিজস্ব সংবাদদাতা • বারিকুল |
সিআরপি-র তরফে বারিকুলের সারেংসোগড়া ও ঝিলিমিলিতে দু’টি অনুষ্ঠানের মাধ্যমে শ’দুয়েক স্থানীয় বাসিন্দার হাতে খেলাধুলোর সামগ্রী, মশারি, বাবুই দড়ি তৈরির মেশিন, অ্যালুমিনিয়ামের বাসনপত্র দেওয়া হল। সিআরপি-র সারেংসোগড়া ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট মনীশকুমার মিশ্র, ঝিলিমিলি ক্যাম্পের ইন্সপেক্টর আশলাক আহমেদ খান উপস্থিত ছিলেন।
|
পেনশন আদালত
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
রেল শহর আদ্রায় সোমবার বসেছিল পেনশন আদালত। ডিভিশনের সিনিয়র ইনস্পেক্টর (সেটলমেন্ট) পার্থসারথি মুখোপাধ্যায় জানান, যে সব প্রাক্তন রেলকর্মীর পেনশনে নানা প্রতিবন্ধকতা রয়েছে, এ রকম ১৮ জন এ দিন এসেছিলেন। ১১ জনের সেই সব সমস্যা মেটানো হয়েছে। বাকিদেরও যাতে সমস্যা মিটে যায়, তা দেখা হবে। |