টুকরো খবর
কলেজ ভোটের দিন চূড়ান্ত হল না
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও তার অন্তর্গত কলেজগুলির ছাত্র সংসদ নির্বাচনের দিন চূড়ান্ত করা গেল না। এ ব্যাপারে আগেই দুই মেদিনীপুরের পুলিশ-প্রশাসনের সঙ্গে একদফা আলোচনা করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তখন বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল, ২১ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে যে কোনও দিন নির্বাচন হলে ভাল হয়। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ-প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, নির্বাচন করতে হবে দু’দিনে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতেই এই সিদ্ধান্ত। পশ্চিম মেদিনীপুরে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে ২৭ ও ২৮ ডিসেম্বর নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। ২৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ও ২৮ ডিসেম্বর হবে জেলার সব কলেজের নির্বাচন। পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুশান্ত চক্রবর্তীর কথায়, “শান্তিপূর্ণ নির্বাচন করতে আমরা দু’দিনে নির্বাচন করার কথা জানিয়েছি।” বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী বলেন, “পূর্ব মেদিনীপুর জেলা কোন দিন নির্বাচন করবে তা ২-৩ দিনের মধ্যেই জানিয়ে দেবে বলেছে। তারপরেই উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে কথা বলে চূড়ান্ত দিন ঘোষণা হবে।”

স্মারকলিপি
একগুচ্ছ দাবিতে সোমবার হলদিয়ার ডেপুটি লেবার কমিশনারের কাছে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ হোশিয়ারি মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা শাখা। জেলার কোলাঘাট, শহিদ মাতঙ্গিনী, পাঁশকুড়া-সহ ৬টি ব্লকে থাকা প্রায় পাঁচশোটি হোশিয়ারি কারখানায় হাজার দশেক শ্রমিক কাজ করেন। সংগঠনের জেলা সম্পাদক নেপাল বাদ ও সভাপতি মধুসূদন বেরার বক্তব্য, শ্রমিকেরা অধিকাংশই ন্যূনতম মজুরিটুকুও পান না। প্রভিডেন্ট ফান্ড বা স্বাস্থ্য পরিষেবার সুবিধা অনেক দূর। ডেপুটি লেবার কমিশনার মিহির সরকার বলেন, “ওই কারখানাগুলি পরিদর্শন করে অভিযোগের তদন্ত করা হবে। শ্রমিকরা যাতে সরকারি সুযোগসুবিধা পান সে দিকে নজর দেওয়া হবে।”

স্কুলের সুবর্ণজয়ন্তী
ডালিম্বচক টেকনিক্যাল হাইস্কুলের সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হল। সোমবার হলদিয়ায় এই স্কুলে উৎসবের উদ্বোধন করেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। উৎসব চলবে বুধবার পর্যন্ত। এ দিন সকালে স্কুলের শোভাযাত্রায় ছাত্রছাত্রী, শিক্ষকদের পাশাপাশি এলাকা লোকজনও যোগ দেন। স্থানীয় ব্রহ্মচারী পরিবারের অর্থসাহায্যে তৈরি সুবর্ণজয়ন্তী কক্ষ ও মাঝি পরিবারের অর্থসাহায্যে তৈরি সুবর্ণজয়ন্তী তোরণের উদ্বোধন করেন সাংসদ।

শুরু হল ক্ষুদিরাম মেলা
ছবি: কৌশিক মিশ্র।
পটাশপুরের খাড় বাজারে সোমবার থেকে শুরু হল ক্ষুদিরাম মেলা। চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। মেলায় প্রায় দুশোটি স্টলে বিভিন্ন হস্ত ও কুটির শিল্প সামগ্রী পাওয়া যাবে। প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। সোমবার মেলার উদ্বোধন করেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মামুদ হোসেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ছবি: দেবরাজ ঘোষ।
সোমবার শুরু হল ঝাড়গ্রাম জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এ দিন সকালে ঝাড়গ্রাম এসপি অফিসের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) অজয় নন্দ। আজ মঙ্গলবার প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.