টুকরো খবর |
রাষ্ট্রপতি শাসনেরই সুপারিশ
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
কোনও দলই সরকার গড়তে রাজি না হওয়ায় দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করলেন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং। দিল্লি বিধানসভার ভোটের পরে একা সরকার গঠনের অবস্থায় নেই কোনও দলই। কেন্দ্রকে দেওয়া রিপোর্টে জং জানিয়েছেন, বিজেপি, আম আদমি পার্টি-সহ কোনও দল সরকার গড়ার দাবি জানায়নি। তবে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল আরও কিছু দিন সময় চেয়েছেন। সরকারি সূত্রে খবর, আগামী দু’দিনে কোনও দল সরকার গড়ার দাবি না জানালে বিধানসভা জিইয়ে রেখে (সাসপেন্ডেড অ্যানিমেশন) রাষ্ট্রপতির শাসন জারি করা হতে পারে।
|
প্রতিবাদী মীরা কুমার |
মার্কিন এমপিদের সঙ্গে সোমবার বৈঠক করার কথা ছিল লোকসভার স্পিকার মীরা কুমারের। কিন্তু নিউ ইয়র্কে ভারতের কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে হেনস্থার প্রতিবাদে সেই বৈঠক বাতিল করলেন তিনি। পরিচারককে মজুরি দেওয়া নিয়ে সমস্যার জেরে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে দেবযানীকে। নিউ ইয়র্কের ভরা রাস্তায় হাতকড়া পরিয়ে গ্রেফতার করা হয় তাঁকে। ভারতীয় কূটনীতিককে এই হেনস্থার কারণেই মীরা কুমার জানিয়েছেন, আমেরিকার পাঁচ সদস্যের দলের সঙ্গে কথা বলার ‘উচিত’ সময় এটা নয়। মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে কথা বলেননি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননও। সম্ভবত একই কারণে।
|
তেলঙ্গানা হাঙ্গামা |
তেলঙ্গানা বিল অন্ধ্রপ্রদেশের বিধানসভায় তোলার সঙ্গে সঙ্গেই সোমবার শুরু হয় বিক্ষোভ। তেলঙ্গানার বিধায়কেরা এই বিল নিয়ে আলোচনা চাইলেও তা সম্ভব হয়নি। সীমান্ধ্রের বিধায়কেরা ওই বিলের প্রতিলিপি ছিঁড়ে আগুনও ধরিয়ে দেন। তাদের থামাতে চেষ্টা করেন তেলঙ্গানাপন্থী বিধায়কেরা। শুরু হয় হাতাহাতি। সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। গণ্ডগোলের জেরে স্পিকার বিধানসভার অধিবেশন এক ঘণ্টার জন্য মুলতুবি করেন। এর পর কবে ওই বিল সভায় পেশ হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সোমবার বিধানসভায় উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি ও বিরোধী দলনেতা চন্দ্রবাবু নায়ডু।
|
উদ্বোধনে প্রণব |
এ বারের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আসরে থাকছেন বাঙালি রাষ্ট্রপতি। প্রণব মুখোপাধ্যায়ের হাতেই উদ্বোধন হতে চলেছে সম্মেলনের। ২৫ ডিসেম্বর ইলাহাবাদে ওই সম্মেলনের বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন হওয়ার কথা। রাষ্ট্রপতি হওয়ার আগে দীর্ঘ দিন প্রণববাবু ওই সংগঠনের সভাপতি ছিলেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে সভাপতির দায়িত্বে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। বার্ষিক অনুষ্ঠানে থাকার কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়েরও।
|
সংঘর্ষে হত জঙ্গি |
যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক এনডিএফবি (সংবিজিৎ) জঙ্গির। আজ ভোরে কোকরাঝাড়ের কাজিগাঁও এলাকার পনরগাঁওতে ঘটনাটি ঘটে। পুলিশ ও সিআরপি জওয়ানরা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন। তখনই তাঁদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এক জঙ্গি ঘটনাস্থলেই মারা যায়। অন্যেরা পালায়। নিহত জঙ্গির কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। |
|