এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হল। সোমবার, দমদমের গোরাবাজারে। মৃতের নাম গোপাল ক্ষেত্রী (৬৩)। পুলিশ জানায়, গোপালবাবু জেসপ সংস্থায় ‘কোয়ালিটি কন্ট্রোল’ বিভাগে কাজ করতেন। ২০১১-এ অবসর নেন। পুলিশ জেনেছে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি কিছুই পাননি তিনি। তাঁর এক সহকর্মী ভোলা যাদব বলেন, “কিছু দিন আগেই এ সব নিয়ে অসন্তোষ প্রকাশ করছিল। বলেছিল, বাড়িতেও অশান্তি চলছে।” তবে গোপালবাবুর পরিজনেরা কিছু বলতে চাননি। জেসপ্স কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের এক সদস্য, তৃণমূলের গোবিন্দ দে-র কথায়, “অনেক কর্মীরই এই সমস্যা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে বারবার শ্রমমন্ত্রী, শিল্পমন্ত্রীর বৈঠকেও কাজ হয়নি। অবিলম্বে সমাধানের পথ না খুঁজলে এমন ঘটনা আরও ঘটতে পারে।” জেসপ কর্তৃপক্ষের দাবি, গোপালবাবুর গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডেরও ৩০ হাজার টাকা পুরো মিটিয়ে দেওয়া হয়েছে। বাকি টাকাও শীঘ্রই দেওয়া হবে।
|
কলকাতা পুরসভার রাজস্বের ক্ষতি হয়, এমন কোনও কাজ করা থেকে বিরত থাকতে পুর অফিসারদের সচেতন করলেন পুরসভার কমিশনার খলিল আহমেদ। সম্প্রতি পুরসভার অফিসারদের নিয়ে বৈঠকে পুর আইনের (১৯৮০) ৫৯৭ নম্বর ধারার কথা বলেন কমিশনার। পুর সূত্রের খবর, আইনে বলা হয়েছে, মেয়র, কাউন্সিলর, অফিসারদের দ্বারা পুরসভার রাজস্বের ক্ষতি হলে, ক্ষতিপূরণ বাবদ সম পরিমাণ টাকা সংশ্লিষ্ট ব্যক্তির থেকে আদায় করা হবে। যদিও এই ধারা প্রয়োগ করতে হলে রাজ্য সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এ বিষয়ে পুর কমিশনার কিছু বলতে চাননি। এ নিয়ে পুরসভার অন্দরে কিছু প্রশ্ন উঠছে। যেমন, ত্রিফলা আলো-সহ নানা বিষয়ে রাজস্বের ক্ষতি হয়েছে কি না, হলে কার উপর এই ধারা প্রয়োগ হবে ইত্যাদি।
|
প্রয়াত হলেন বিজ্ঞানী অভী দত্ত মজুমদার। বয়স হয়েছিল ৪৫ বছর। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মাস সাতেক আগে ক্যানসারে আক্রান্ত হন সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের এই শিক্ষক। বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের বিভিন্ন দায়িত্ব সামলানোর পাশাপাশি বিজ্ঞানধর্মী আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন অভীবাবু। রবিবার বিকেলে এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। অভীবাবুর স্ত্রী ও ছ’বছরের মেয়ে আছেন। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় রবিবার হাসপাতালে যান। সোমবার মুখ্যমন্ত্রীর তরফে মালা পাঠিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত বিজ্ঞানীকে।
|
হার ছিনতাই ও পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। রবিবার, হাজরা মোড়ের কাছে একটি পানশালার সামনে থেকে। ধৃত মালকিৎ সিংহ তিলজলার বাসিন্দা। ছিনতাই হওয়া হারটিও মিলেছে। পুলিশ জানায়, পানশালা থেকে বেরোনোর সময়ে বিজয় পাতিল নামে এক যুবককে ধাক্কা মারে মালকিৎ। অভিযোগ, এ নিয়ে তাদের বচসা বাধে। হঠাৎ মালকিৎ বিজয়ের হার ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ গেলে সে পুলিশকেও মারধর করে বলে অভিযোগ।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার, কসবায়। মৃত সঞ্জয় দত্তের বাড়ি নেতাজিনগরে। তিনি ছিলেন সিইএসসি-র টেকনিশিয়ান। পুলিশ জানায়, এ দিন কসবার একটি সাব-স্টেশনে কাজ করতে যান সঞ্জয়বাবু। পুলিশের অনুমান, সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ দিকে, রবিবার কালীঘাট থানা এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ মেলে। মৃতের নাম সঞ্জয় হালদার।
|
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতী মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার আগে ভারতীদেবী কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন। ২০০৭-এ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অবসর নেন তিনি। ভারতীদেবীর মেয়ে ও নাতি রয়েছেন বলে তাঁর পরিবার সূত্রের খবর। |