প্রায়শই ভেঙে যাচ্ছে শহরের রাস্তা। কেন তা হচ্ছে, শহরের মাটির হালই বা কেমন তা জানতে এ বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরামর্শ নিচ্ছে কলকাতা পুর প্রশাসন। এ নিয়ে ইতিমধ্যেই মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন মেয়র পারিষদ (রাস্তা) সুশান্ত ঘোষ। সোমবার মেয়র বলেন, “কেন শহরের রাস্তার ওই অবস্থা হচ্ছে তা জানা জরুরি। এ জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পরামর্শ চাওয়া হচ্ছে।” মেয়রের নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন পুর কমিশনার খলিল আহমেদ। মেয়র পারিষদ সুশান্তবাবু বলেন, “কলকাতা শহরের রাস্তা আরও মজবুত ও দীর্ঘস্থায়ী করতে চায় পুর প্রশাসন। তা কী ভাবে সম্ভব জানতে যাদবপুরের বিশেষজ্ঞদের কাছে কারিগরি সহায়তা চায় পুরসভা।” |
পুরসভা সূত্রের খবর, বড় রাস্তা, গলি, লেন, বাই-লেন সহ শহরের মোট রাস্তা ৪ হাজারের কাছাকাছি। এক পুর-ইঞ্জিনিয়ারের কথায়, “টেলিফোন, জল, বিদ্যুৎ-সহ নিকাশির লাইনের জন্য শহরের বিভিন্ন রাস্তা প্রায়ই খোঁড়া হয়। এক বার কাটার পরে সেই রাস্তা সে ভাবে সারানো হয় না। রাস্তা খারাপ হওয়ার এটা অন্যতম কারণ।” তিনি জানান, ওই রাস্তাগুলি ঠিকমতো সারানোর জন্য বার বার সংশ্লিষ্ট সংস্থাকে সতর্ক করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয় না। ইতিমধ্যেই পুরসভার রাস্তা দফতর সিদ্ধান্ত নিয়েছে, আগামী মার্চের আগে প্রায় শ’খানেক রাস্তা সারাইয়ের কাজ চলবে। তার আগেই বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চায় তারা। রাস্তা দফতরের এক অফিসারের কথায়, “এ বার নতুন নয়। রাস্তা সারাইয়ে ব্যবহৃত মশলার মান জানতে আগেও যাদবপুরের বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে।” |