দাঁতের সমস্যা মিটবে এ বার ওয়ালশেও
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
আরও একটি নয়া পরিষেবা চালু হল রাজ্যের অন্যতম প্রাচীন হাসপাতাল শ্রীরামপুর ওয়ালশে। এ বার থেকে এই মহকুমা হাসপাতালে দাঁতের আধুনিক চিকিত্সা করানো যাবে। শুক্রবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীরামপুরের মহকুমাশাসক তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জয়সি দাশগুপ্ত। এর পাশাপাশি, সংস্কারের পরে নতুন লেবার রুম চালু হল এ দিন থেকেই। আধুনিক ওই লেবার রুমের উদ্বোধন করেন শ্রীরামপুরের চিকিত্সক-বিধায়ক সুদীপ্ত রায়। হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ত্রিদিব মুস্তাফি জানান, নতুন পরিকাঠামোয় দাঁতের ক্ষয় প্রতিরোধ ও তার চিকিত্সা, দাঁত সংরক্ষণ, রুট ক্যানাল চিকিত্সা এবং মুখের ক্যান্সার নির্ণয় করা যাবে এখানে। সে জন্য নতুন প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হুগলি জেলায় যে কোনও ধরনের সরকারি হাসপাতালের ক্ষেত্রে এই পরিষেবা এখানেই প্রথম চালু হল। কিছু দিন আগে হাসপাতাল পরিদর্শনে এসে লেবার রুমের পরিস্থিতি দেখে উষ্মা প্রকাশ করেন বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যেরা। সুপারের দাবি, “এ বার প্রসূতি মায়েরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন।” হাসপাতাল কর্তৃপক্ষ জানান, লেবার রুম সংস্কার এবং দন্ত বিভাগে নতুন পরিষেবার জন্য ৫ লক্ষ টাকা খরচ হয়েছে।
|
স্বাস্থ্যপরীক্ষা শিবির
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর ও রানিগঞ্জ |
বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষা শিবির হল দুর্গাপুরের কাশীরাম দাস ময়দানে। রবিবার শিবিরটি হয় দুর্গাপুর ব্লক ১ যুব তৃণমূলের উদ্যোগে। স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণেন্দু আচার্য জানান, একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে শিবিরটি হল। শিবিরে মূলত বেশি সংখ্যায় চোখ ও পেটের রোগের সমস্যায় ভোগা রোগীরা এসেছিলেন। এ দিনই চোখ, কান, দাঁত এবং সাধারণ রোগপরীক্ষা শিবির হল রানিগঞ্জে। রনাই স্পোর্টিং ক্লাব রবিবার বিনামূল্যে এই শিবির করে। ছিল বিনা খরচে ওষুধ দেওয়ার ব্যবস্থাও। এ দিন ৪ জন চিকিৎসক ১৫০ জনের রোগ পরীক্ষা করেন।
|
উখড়ায় স্বাস্থ্যমেলা
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
এক দিনের স্বাস্থ্য মেলা হয়ে গেল উখড়ায়। রবিবার উখড়া মশাল ক্লাবের উদ্যোগে স্বাস্থ্যমেলাটি হয়। মেলার উদ্বোধন করেন বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি দেবু টুডু। এ দিন রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ৩৮টি স্টলে ৬৫ জন চিকিৎসক মোট সাড়ে তিন হাজার রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। আয়োজক সংস্থার পক্ষে রাজু মুখোপাধ্যায় জানান, পাঁচ বছর পার করল মেলাটি।
|
চক্ষুপরীক্ষা শিবির
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
বিনা খরচে চোখ পরীক্ষা শিবির হল অন্ডালে। অন্ডাল থানা কমিটি রবিবার এই শিবিরটি করল। তিন জন চিকিৎসক ২৭০ জনের চোখ পরীক্ষা করেন। ছিলেন অন্ডালের বিডিও এবং অন্ডালের সিআই। থানার ওসি তাপস ঘোষ জানান, ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে যাদের চোখে বিনা খরচে ছানি অপারেশন করা হবে।
|
স্বাস্থ্য ও ক্রেতা সুরক্ষা সচেতনতা |
একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা এবং ক্রেতা সুরক্ষা সচেতনতা শিবির হয়ে গেল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। আয়োজন করা হয়েছিল একটি আলোচনা সভারও। সম্প্রতি গাইঘাটার বিষ্ণুপুরে আয়োজিত এই শিবিরে সহযোগিতায় ছিল রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দফতর। শিবিরে উপস্থিত ছিলেন দফতরের বারাসতের ক্রেতা কল্যাণ আধিকারিক সুভাষ মণ্ডল, স্থানীয় সুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মিহির বিশ্বাস প্রমুখ। শিবিরে যোগ দিয়েছিলেন বহু স্থানীয় মানুষ।
|
একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বড়জোড়ার খাড়ারি প্রাথমিক বিদ্যালয়ে চক্ষুপরীক্ষা শিবিরের আয়োজন করা হয় রবিবার। সংস্থার চেয়ারম্যান সুধাংশুশেখর মুখোপাধ্যায় জানান, শিবিরে প্রায় ২৮৫ জনের নিখরচায় চক্ষু পরীক্ষা করানো হয়েছে। অনেকেরই চোখে সমস্যা ধরা পড়েছে। তাঁদের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। |