কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন হাওড়ার দুই কাউন্সিলর। রবিবার শালিমারে তৃণমূলের এক অনুষ্ঠানে হাওড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী বিনয় সিংহ এবং ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী শৈলেন রাই তৃণমূলে যোগ দেন। অনুষ্ঠানে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়, কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় প্রমুখ। এর আগে মৌসুমী ঘোষ নামে এক কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছিলেন। হাওড়ায় সাম্প্রতিক পুর নির্বাচনে ৪২ জন তৃণমূল কাউন্সিলর জিতেছেন। কংগ্রেস থেকে তিন জন যোগ দেওয়ায় তৃণমূল কাউন্সিলরের সংখ্যা বেড়ে হল ৪৫।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দুই মোটর বাইক আরোহীর। রবিবার বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটে সিঙ্গুরের পুরুষোত্তমপুরের কাদাড়িবাড়ি এলাকায়। পুলিশ জানায়, মৃতেরা হলেন জগন্নাথ বাগ (২৬) এবং বিশ্বজিত্ বাগ (২৮)। নসিবপুরের দিক থেকে ট্রাক সিঙ্গুরের দিকে যাচ্ছিল। কাদাড়িবাড়ির কাছে সামনের চাকা ফেটে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মোটর বাইকটিতে। ঘটনাস্থলেই মারা যান দু’জন। তাঁরা পুরুষোত্তমপুরেরই বাসিন্দা। দেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। চালক পলাতক। ট্রাক আটক হয়েছে।
|
কড়িকাঠ থেকে গলায় দড়ির ফাঁস লাগানো দ্বাদশ শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল। রবিবার আরামবাগের পাড়া বাগনান এলাকার ঘটনা। মৃতের নাম তমাল সামন্ত (১৭)। পুলিশ জানায়, তমালকে ঘুম থেকে তোলার জন্য ডাকাডাকি করে সাড়া না পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশের অনুমান, পড়াশোনাকে কেন্দ্র করে মানসিক অবসাদে ওই ছাত্র আত্মঘাতী হয়।
|
রান্নার সময়ে আগুনে পুড়ে মারা গেল নবম শ্রেণির এক ছাত্রী। শনিবার রাতে খানাকুলের রামচন্দ্রপুরের বাসিন্দা, মৃত ওই কিশোরীর নাম আকিশা খাতুন (১৪)। পুলিশ জানায়, খড়ের জ্বালানি দিয়ে রান্নার সময় মাকে সাহায্য করছিল ওই ছাত্রী। তখনই দুর্ঘটনা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ছাত্রীটির। |