এ বার ব্যাঙ্কের ধাঁচে অতি ক্ষুদ্র দফতর নিউ ইন্ডিয়া অ্যাশিওরেন্সে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ব্যাঙ্কের অতি ক্ষুদ্র শাখার ধাঁচে এ বার দফতর চালু করছে নিউ ইন্ডিয়া অ্যাশিওরেন্স। ব্যবসা বাড়াতে কর্তৃপক্ষ বড় মাপের যে -পরিকল্পনা হাতে নিয়েছেন, তার অঙ্গ হিসাবেই এই পদক্ষেপ বলে জানান সংস্থার সিএমডি জি শ্রীনিবাসন। চলতি অর্থবর্ষে নিউ ইন্ডিয়া সারা দেশে ৬০০টি মাইক্রো অফিস বা অতি ক্ষুদ্র দফতর খুলবে বলে জানান তিনি। এই অর্থবর্ষে নিউ ইন্ডিয়া ১৫ হাজার কোটি টাকা প্রিমিয়াম বাবদ আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। গত বছর যা ছিল সাড়ে ১২ হাজার কোটি টাকা। ওই লক্ষ্যমাত্রায় পৌঁছনোর জন্য নতুন নতুন দফতর খোলার পাশাপাশি এজেন্ট সংখ্যাও বাড়াচ্ছে রাষ্ট্রায়ত্ত এই সাধারণ বিমা সংস্থা। শ্রীনিবাসন জানান, ২০ হাজার নতুন এজেন্ট নিয়োগ করবেন তাঁরা। পরিকল্পনা বাস্তবায়িত হলে মোট এজেন্ট সংখ্যা দাঁড়াবে ৮০ হাজার। ২০১৫-র মধ্যে তা ১ লক্ষে নিয়ে যাওয়াই লক্ষ্য। বিদেশেও ব্যবসা বাড়াবে নিউ ইন্ডিয়া। মায়ানমার, কাতার ও কানাডাতে নতুন ৩টি দফতর তারা শীঘ্রই খুলবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে নিউ ইন্ডিয়ার মোট ২২টি দফতর রয়েছে। |
বাংলাদেশের ভোলা ও শিকলবহে দু’টি বিদ্যুৎ প্রকল্পে উপদেষ্টা নিযুক্ত হল কলকাতার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড। এ জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের সঙ্গে সম্প্রতি দু’টি চুক্তি করেছে তারা। মোট ২৩০০ কোটি টাকার দু’টি প্রকল্পে তাদের সহযোগী হিসেবে থাকছে স্থানীয় উপদেষ্টা সংস্থা ‘কারিগরি পরামর্শ’। |
মার্কিন বাজারে পা রাখছে অফিসার্স চয়েস হুইস্কির ব্র্যান্ড। অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স জানিয়েছে জানুয়ারির শেষ নাগাদ আমেরিকায় এটি পাওয়া যাবে। মিলবে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে। বর্তমানে ১৮টি দেশে ব্র্যান্ডটি রফতানি করে সংস্থা। |