দুষ্কৃতীদের হামলায় নিহত কংগ্রেস কর্মী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নমাজ সেরে ফেরার পথে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল এক কংগ্রেস কর্মীর। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ বাসন্তীর খিরিশখালি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে নিহতের নাম ইয়ুদ আলি পুরকাইত। বয়স ষাট বছর। তিনি এলাকায় কংগ্রেস নেতা হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে গেলে ওই অঞ্চলের কংগ্রেস কর্মীরা দেহ তুলতে বাধা দেন। পুলিশ তাঁদের শান্ত করে দেহটি ময়না-তদন্তের জন্য পাঠায়। এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘ দিন ধরে ইয়ুদ আলি এবং আবুল মনসুর খাঁর পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। এদের দুজনের মধ্যে আত্মীয়তার সর্ম্পক ছিল। আবুল মনসুর তৃণমূলের সমর্থক। দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ সুপার প্রবীণকুমার ত্রিপাঠী বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের খোঁজ চলছে।” |
পণ্যবাহী লরিতে আগুন দেগঙ্গায়
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
আগুন লেগে পুড়ে গেল পণ্যবোঝাই একটি লরি। শুক্রবার রাতে উত্তর ১৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপার ঘটনা। পুলিশ জানায়, কলকাতার বড় বাজার থেকে কম্পিউটার, কাপড়, মুদির জিনিস-সহ একটি লরি বসিরহাটের দিকে আসছিল। রাত ১২টা নাগাদ ওই লরির চালক ও খালাসি বেড়াচাঁপায় গাড়ি দাঁড় করিয়ে রাস্তার পাশের ধাপায় খেতে গিয়েছিল। হঠাৎ লরি থেকে ধোঁয়া বেরোতে দেখেন। ত্রিপল সরালে ভিতরে আগুন জ্বলতে দেখা যায়। বারাসত ও বসিরহাট থেকে তিনটি দমকল ইঞ্জিন আসে। রাত দেড়টা নাগাদ আগুন আয়ত্তে আসলেও লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দমকল কর্মীদের অনুমান, বিড়ি থেকে আগুন লেগেই এই ঘটনা। |
সীমান্তে চালু হল বাণিজ্য
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির জেরে কিছু দিন বন্ধ থাকার পরে শনিবার চালু হল সীমান্ত বাণিজ্য। বসিরহাটের ঘোজাডাঙা দিয়ে এ দিন ৪০০টি ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশের ভোমরায় যায়। বাংলাদেশ থেকে আসে ৩৬টি ট্রাক। পেট্রাপোলেও সীমান্ত বাণিজ্য স্বাভাবিক ছিল। সীমান্ত দিয়ে পেঁয়াজ, টমেটো, ফল, মাছ, সব্জির মতো প্রয়োজনীয় জিনিস যাওয়ায় বাংলাদেশের ব্যবসায়ীদের খুশি হয়েছেন বলে জানিয়েছেন শুল্ক দফতরের সুপার মলয়রঞ্জন পাইন। |
নিগৃহীতা প্রতিবন্ধী
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
শুক্রবার বসিরহাটের ত্রিমোহনীতেও বছর চোদ্দোর এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী সাহিদ খাঁ ওরফে চাঁদুকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটির মা জানান, শুক্রবার তিনি মেয়েকে ঘরে রেখে পাশের বাড়ি গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফিরে দেখেন মেয়ে নেই। পাড়ারই অন্য একটি শিশু তাঁকে জানায়, চকোলেট দেবে বলে সাহিদ ওকে নিয়ে যায়। মেয়েটির প্রতিবেশীদের সঙ্গে সাহিদের বাড়ির সামনে যান। সেখানে সাহিদকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই দিন রাতেই ইটিন্ডার পানিতর গ্রামের জামাই নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন স্থানীয় এক মহিলা। তাঁকে খুঁজছে পুলিশ। |
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ভাসুর
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ ও বসিরহাট |
উত্তর ২৪ পরগনার বনগাঁয় ধর্ষণের ঘটনায় গ্রেফতার হল এক ব্যক্তি। শনিবার বনগাঁর কলেজপাড়ায় ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। এ দিন বিকেলে হরিগোপাল পাল নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মহিলা পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সেই সুযোগে তাঁর দুই সন্তানকে খুনের হুমকি দিয়ে তাঁকে একাধিক বার ধর্ষণ করেছে হরিগোপাল। |
নর্দমায় মিলল আগ্নেয়াস্ত্র |
নর্দমা পরিষ্কার করতে গিয়ে মিলল আগ্নেয়াস্ত্র। শনিবার রিষড়ার নতুন গ্রাম এলাকায় নর্দমা পরিষ্কারের কাজের সময়ে কোদালে একটি আগ্নেয়াস্ত্র উঠে আসে। তার মধ্যে একটি কার্তুজও ছিল। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ সেটি নিয়ে যায়। |