|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
আমার প্রিয় বিষয় অঙ্ক। মনোযোগ দিয়ে অঙ্ক কষেও আমি পরীক্ষার সময় নার্ভাস হয়ে পুরো নাম্বার পাই না। কী করলে অঙ্কে পুরো নাম্বার পেতে পারি।
অর্ণব চোংদার। পঞ্চম শ্রেণি, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়
অর্ণব, আমার মনে হয়, তোমার অঙ্ক বুঝতে কোথাও অসুবিধে হচ্ছে, তাই নিজের প্রতি আস্থা থাকছে না, নার্ভাস হয়ে যাচ্ছ। অঙ্ক এমন একটা বিষয় যার আগের স্টেজ না বুঝলে পরের স্টেজ বুঝতে পারা যায় না। অঙ্কে ভাল করতে হলে, দুটো জিনিস করতে হবে প্রথম, আগের পরিচ্ছেদে যা শেখানো হয়েছে সবটা বুঝতে হবে, তার পর পরের পরিচ্ছেদের অঙ্ক করতে হবে।
দ্বিতীয়, অঙ্ক অনেক প্র্যাক্টিস করতে হয়। তা ছাড়া, বাড়িতে পরীক্ষা দাও। এই তিনটে একসঙ্গে করলে, অঙ্কে ভাল ফল করা সম্ভব। তোমার আগ্রহ আর উৎসাহ আছে, চেষ্টা করলে নিশ্চয়ই পারবে।
|
|
আমার বন্ধুরা আমাকে খারাপ কথা বলে রাগায়। আমিও রেগে যায়। অথচ ওদের ছাড়া আমি খেলতে পারি না। কী করব?
অনিন্দ্য সাধুখা। অষ্টম শ্রেণি, বৈদ্যবাটি বনমালী মুখার্জী ইনস্টিটিউশন
|
|
অনিন্দ্য, তুমি কেন রেগে যাও? ওরা তো তোমায় রাগাতেই চায়। তুমি না রাগলে, ওদের তোমাকে খ্যাপানো বন্ধ হয়ে যাবে। যখন ওরা তোমায় রাগাবে, তুমিও একটু ঠাট্টার মতো করে নাও। নিজেও একটু মজা করে কথা বলো, দেখবে ওরা মজা পাবে। কেউ ঠাট্টা করে কিছু বললে, তুমি কি সত্যি তাই হয়ে যাও? হও না, সুতরাং তুমিও নিজের সম্বন্ধে মজা করে কথা বলো। তা হলে দেখবে, ওরা শান্ত হয়ে যাবে।।
|
স্কুলবাসে আমার পাশে নবম শ্রেণির এক জন ছাত্রী বসে এবং একই রকম কথা বারবার বলে যায়। আমার শুনতে ভাল লাগে না। আমি জায়গা বদল করলে সেও সেখানে গিয়ে বসে। কী করে এই সমস্যার সমাধান করব?
শ্রেয়া গঙ্গোপাধ্যায়। সপ্তম শ্রেণি, বালিগঞ্জ শিক্ষাসদন |
|
|
শ্রেয়া, জায়গা বদল করেও যখন কোনও লাভ হচ্ছে না, তখন আর কয়েকটা উপায় চেষ্টা করে দেখতে পারো। প্রথমত, তোমার কোনও বন্ধুকে তোমাদের দু’জনের মাঝখান বসতে বলতে পারো। দ্বিতীয়ত, কোনও বই/খাতা খুলে পড়তে শুরু করো। তোমার পাশের দিদিকে মুখ ফুটে বলো, ‘দিদি, পড়া তৈরি হয়নি। আমি একটু পড়ব।’ কয়েক দিন এ রকম হলে তোমার অনীহা সে বুঝতে পারবে এবং আশা করি এর পর তুমি সিট বদল করে বসলে ও আর তোমার পাশে বসবে না। |
|
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|