|
|
|
|
ডেবরায় ঢুকতে বাধা বাম প্রতিনিধি দলকে |
নিজস্ব সংবাদদাতা • খড়গপুর |
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সিপিএম-তৃণমূল সংঘর্ষের এক সপ্তাহ পর পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে ঘটনাস্থলে ঢুকতে পারলেন না বাম সাংসদ, বিধায়করা। আইনশৃঙ্খলার আবনতি হতে পারে এই আশঙ্কায় ওই প্রতিনিধি দলকে ডেবরার লোয়াদায় ঢোকার আগেই আটকে দেয় পুলিশ।
আগাম মৌখিক অনুমতি নেওয়া সত্বেও লোয়াদায় যেতে না পারায় ক্ষোভ জানান প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা সিপিএম সাংসদ পুলিনবিহারী বাস্কে।
তাঁর অভিযোগ, “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই ওদের পার্টি অফিস পুড়েছে। মিছিলেও হামলার জন্যও দায়ী গোষ্ঠীদ্বন্দ্ব। অথচ, বামেদের উপর গোটা ঘটনার দায় চাপানো হয়েছে।” তিনি বলেন, “গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছি। প্রয়োজনে মানবাধিকার কমিশনে যাব।”
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর ডেবরার লোয়াদা গ্রাম পঞ্চায়েতের চকবাজিত গ্রামে তৃণমূলের কার্যালয় পোড়ানোর অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। প্রতিবাদে ৬ ডিসেম্বর মিছিল সংগঠিত করে তৃণমূল। ওই মিছিলেও হামলার অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত দফায় দফায় মহিলা-সহ ৪৫ জন সিপিএম নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন। অভিযোগ, মহিলা পুলিশ ছাড়াই মহিলাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক নাজমূল হক, প্রবোধ সিংহ, রামেশ্বর দুলুই, বিরাম মাণ্ডি, দিবাকর হাঁসদা ও ছায়া দুলুই। |
|
|
|
|
|