আগাম আয়কর জমার শেষ তারিখ ১৭ ডিসেম্বর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগাম আয়কর জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ১৭ ডিসেম্বর করা হয়েছে। আগে তা ছিল ১৫ ডিসেম্বর। ব্যক্তি ও কোম্পানি উভয়ের ক্ষেত্রেই ওই সময়সীমা বাড়ানো হয়েছে। এই মর্মে শনিবার এক নোটিস জারি করেছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)।
এ দিকে আয়করের দাবি আদায়ের নোটিসের বিরুদ্ধে উপযুক্ত ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়ার আবেদন মঞ্জুর করতে কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছে অল ইন্ডিয়া ফেডারেশন অফ ট্যাক্স প্র্যাকটিশনার্স (পূর্বাঞ্চল)। সম্প্রতি এই বিষয়ে একটি আলোচনাসভার আয়োজন করে আয়কর আইনজীবীদের ওই সংগঠন। সংগঠনের সেক্রেটারি জেনারেল নারায়ণ জৈন বলেন, “অনেক ক্ষেত্রেই অযৌক্তিক ভাবে আয়করদাতাদের স্থগিতাদেশের আবেদন অগ্রাহ্য করে আয়কর দফতর। এটা ঠিক নয়।” সংগঠনের সভাপতি এস কে পোদ্দার জানান, বিষয়টি নিয়ে তাঁরা সিবিডিটি-র কাছে দরবার করবেন। প্রয়োজনে প্রতিবাদের রাস্তায়ও নামবেন। |
ভারতীয় নৌবাহিনীর হাতে নতুন টহলদারি জাহাজ ‘আইসিজিএস রাজধ্বজ’ তুলে দিল গার্ডেনরিচ শিপবিল্ডার্স। জাহাজটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ নট (৬০ কিমি) বেগে চলতে পারে। এটি চোরাচালান ও চোরাশিকার রোধ এবং অন্বেষণ-উদ্ধারকার্যে ব্যবহার করা হবে। |