বধূর মৃত্যুতে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
পণের টাকা পুরো দিতে না পারায় শ্বশুরবাড়িতে চলত অত্যাচার। সেই অত্যাচার সহ্য করতে না পেরে ২০১১ সালের ২ ফেব্রুয়ারি বিষ খেয়ে মারা গিয়েছিলেন বিষ্ণুপুর থানার কুলুপুকুর গ্রামের বধূ মীনা লোহার (২৩)। ওই ঘটনায় শুক্রবার বধূর স্বামী ও শাশুড়িকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালেন বিষ্ণুপুর আদালতের অতিরিক্ত দায়রা বিচারক দুর্গা খৈতান। মীনাদেবীর বাবা, বিষ্ণুপুর শহরের খড়বাংলার বাসিন্দা কার্তিক লোহার মেয়ের মৃত্যুর জন্য দায়ী করে মীনাদেবীর স্বামী হারাধন লোহার, শ্বশুর বঙ্কিম ও শাশুড়ি উষাদেবীর বিরুদ্ধে ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন। কার্তিকবাবু এ দিন বলেন, “২০০৮ সালে মেয়ের বিয়েতে যৌতুক বাবদ ১৩ হাজার টাকা নগদ দিয়েছিলাম। শ্বশুরবাড়ির দাবিমতো আরও ১৫ হাজার টাকা বাকি ছিল। তাতেই আমার মেয়ের উপরে নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। চলছিল আত্মহত্যার প্ররোচনাও। শেষে সহ্য করতে না পেরে বিষ খেতে বাধ্য হয় মেয়ে।” এই মামলার সরকারি আইনজীবী গুরুপদ ভট্টাচার্য বলেন, “এ দিন বিচারক মৃতার স্বামী ও শাশুড়িকে ৩০৪বি ও ৪৯৮ ধারায় যাবজ্জীবন এবং বয়সের কারণে শ্বশুরকে ৭ বছর কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। পাশাপাশি দু’হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছর জেলের নির্দেশ দিয়েছেন।”
|
স্কুলে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ছাতনা |
প্রায় দিনই টিফিনের পর স্কুল ছুটি হয়ে যাচ্ছে অভিযোগ তুলে প্রধান শিক্ষককে কয়েক ঘণ্টা ঘেরাও করে রাখলেন অভিভাবকদের একাংশ। শুক্রবার ছাতনার ঘোষেরগ্রাম আঞ্চলিক বিদ্যাপীঠের ঘটনা। এখানে পড়ুয়ার সংখ্যা প্রায় ৮২৫। শিক্ষক ও শিক্ষাকর্মী রয়েছেন ২০ জন। এ দিন টিফিনের পরে কয়েক জন অভিভাবক পঞ্চম শ্রেণিতে ছাত্র ভর্তির ফর্ম তুলতে এসে দেখেন, স্কুল ছুটি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখা হয়। প্রধান শিক্ষক শান্তনু মুসিব বলেন, “সব ক্লাসের পরীক্ষা হয়ে যাওয়ায় এখন সে ভাবে স্কুল হচ্ছে না।”
|
মালিকানা বদলে চালু কারখানা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
মালিকানা বদলে আবার চালু হল রঘুনাথপুরের একটি অ্যাসবেসটস তৈরির কারখানা। রঘুনাথপুর ২ ব্লকের মুলডি গ্রামের কারখানাটি দুর্গাপুজোর পর থেকে বন্ধ ছিল। জেলার মন্ত্রী শান্তিরাম মাহাতো কারখানাটি ফের চালু করায় উদ্যোগী হন। মন্ত্রী বলেন, “ওই কারখানায় বহু স্থানীয় মানুষ কাজ করেন। তাই কারখানাটি যাতে ফের চালু করা যায়, তার জন্য চেষ্টা করছিলাম।” সম্প্রতি কারখানাটি কিনে বৃহস্পতিবার চালু করেন পুরুলিয়ার শিল্পপতি নরেশ অগ্রবাল। তিনি বলেন, “এই কারখানার উন্নতি করে উৎপাদন আরও বাড়াতে চাই।”
|
এলেন না ববি
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
জলপ্রকল্প নিয়ে তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমকে চিঠি দিয়েছিলেন তৃণমূল ও কংগ্রেস কাউন্সিলররা। শনিবার সিউড়ির সেই জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এলেন না পুরমন্ত্রী। উদ্বোধক হিসেবে ফলকে তাঁর নাম থাকায় ফলক পাল্টে দেওয়া হয়। ছিলেন মৎসমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ শতাব্দী রায়।
|
তালাবন্দি শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
স্কুল উন্নয়নের টাকা নয়ছয়ে অভিযুক্ত প্রাক্তন প্রধান শিক্ষককে স্টাফ রুমের ভিতর তালাবন্দি করে রাখলেন কিছু অভিভাবক। শনিবার বাঁকুড়ার রাইপুর ব্লকের লাউপাড়া হাইস্কুলের ঘটনা। পরে বিডিও গিয়ে তালা খোলেন। জেলা স্কুল পরিদর্শক থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের করেছিলেন।
|
বাড়ি ফেরার পথে পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল জগন্নাথ বন্দোপাধ্যায় (৬২) নামের এক বৃদ্ধের। শুক্রবার বিষ্ণুপুর শহরের ময়রাপুকুর এলাকার ঘটনা। |