অনুপ্রবেশ বন্ধে পদযাত্রা বিশ্ববিদ্যালয়ে
নিজস্ব সংবাতদাতা • রানাঘাট |
পদযাত্রায় ছাত্রছাত্রী ও অধ্যাপকরা। —নিজস্ব চিত্র। |
বিশ্ববিদ্যালয়ের প্রাচীর ভেঙে গিয়েছে। তার সুযোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে চলাচল করছে যানবাহন। চলছে বহিরাগতদের আনাগোনাও। কিন্তু এই কাজ আর বরদাস্ত করবে না কল্যাণী বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিকেলে এক পদযাত্রার মাধ্যমে সেই বার্তাই দিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আধিকারিক, গবেষকরা। পদযাত্রায় যোগ দিয়েছিলেন উপাচার্য রতনলাল হাংলুও। তিনি বলেন, “ভাঙা প্রাচীর সারানোর কাজ চলছে। রাস্তা -সহ অন্যান্য উন্নয়নের কাজও শুরু হয়েছে। আমরা এলাকার মানুষের কাছে সহযোগিতা চেয়েছি। বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশ বন্ধ করতেই এই কর্মসূচি। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় কল্যাণী বিশ্ববিদ্যালয়। বর্তমানে প্রায় ৪৫০ একর জায়গা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে চত্বরে প্রবেশের জন্য রয়েছে চারটি পথ। ছাত্র কল্যাণ বিভাগের ডিন অসিত কুমার দাস বলেন, “কমপক্ষে ৬০টি জায়গায় প্রাচীর ভেঙে যাতায়াতের পথ তৈরি করা হয়েছে। ভিতর দিয়ে যানবাহনও চলাচল করছে। তা বন্ধ করতেই এই কর্মসূচি।” |
ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ, মারধর ছাত্রকে
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে খোদ কৃষ্ণনগর শহরের বউবাজার-বটতলাএলাকার এই ঘটনায় জখম বিমান ঘোষ কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল কলেজের প্রথম বর্ষের ছাত্র। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃষ্ণনগরের আইসি রাজকুমার মালাকার বলেন, “ অভিযুক্তদের খোঁজ চলছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিল তিন ছাত্রী। সেই সময় এলাকার কয়েকজন মদ্যপ যুবক তাদের উত্ত্যক্ত করছিল। এমন ঘটনা দেখতে পেয়ে প্রতিবাদ করে বিমান ও তার বন্ধু সৈকত দাশ। তখনকার মতো পিছু হটলেও পরে ওই মদ্যপ যুবকরা চড়াও হয় বিমানের উপর। এমনকী তাঁকে ভোজালি দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ। সৈকত বলেন, “ ওরা এলাকারই ছেলে। আমরা প্রতিবাদ করলে ওরা পালিয়ে যায়। পরে ফিরে এসে বিমানকে ভোজালি দিয়ে মারে।” |
জোড়া খুনে গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
চাপড়ার জোড়া খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত শান্তি সাঁতরা চাপড়ার মালুমগাছা এলাকার বাসিন্দা। সম্প্রতি মালুমগাছায় গ্রামের ভিতরে ফাঁকা রাস্তার ধারে খেপি বাগ(৬১) ও খ্রিস্টানপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল(২৮) এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মাজদিয়া গ্রামের ঠাকুরতলা থেকে নাতনিকে নিয়ে ফিরছিলেন খেপি বাগ। রাস্তায় প্রসেনজিৎ মণ্ডল তাদের পথ আগলে খেপি বাগের কান থেকে দুল ছিনিয়ে নেয়। খেপি বাগ বাধা দিলে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় প্রসেনজিৎ। পালিয়ে প্রাণ বাঁচায় খেপি দেবীর নাতনি। তার মুখ থেকে সব শুনে গ্রামের কয়েকজন ঘটনাস্থলে গিয়ে প্রসেনজিৎকে ধরে ফেলে। মারধর করে গ্রামবাসীরা। ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। জেলা পুলিশের ডিএসপি (সদর) দিব্যজ্যোতি দাস জানান, ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ধৃত চাঁদু সাঁতরা। |
নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন
নিজস্ব সংবাদদতা • করিমপুর |
নাবালিকার বিয়ে আটকাল প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় করিমপুর থানা এলাকার ঘটনা। স্থানীয় একটি হাইস্কুলের নবম শ্রেণীর ওই ছাত্রীর বিয়ের খবর পেয়ে করিমপুর ২ ব্লকের বিডিও তাপসকুমার কুণ্ডু পুলিশ নিয়ে গ্রামে পৌঁছান। তাপসবাবু বলেন, ‘‘ঠাকুরনগরের এক যুবকের সঙ্গে ওই নাবালিকার বিয়ের আয়োজন চলছিল এ দিন সন্ধ্যায়। তখনও বর ও বরযাত্রী এসে পৌছায়নি। আমরা বিয়ের খবর পেয়ে ওই ছাত্রীর বাবাকে নাবালিকার বিয়ে না দেওয়ার জন্য বলি। ওই ছাত্রীর বাবা আমাদের কথা শুনে নাবালিকার বিয়ে বন্ধ করেন।” অন্য দিকে, এ দিনই নাকাশিপাড়ার রাধানগর কলোনির এক নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল পলাশিপাড়ায়। নাকাশিপাড়ার বিডিও হেমন্ত ঘোষ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন। |
ধৃত আরও ৪
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
কনস্টেবল নিয়োগের পরীক্ষায় নকলের অভিযোগে চারজনকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। ধৃতরা হল গোপালকৃষ্ণ বিশ্বাস, সুব্রত বিশ্বাস, রাজেন্দ্রনাথ গুপ্ত ও উৎপল বিশ্বাস। এর মধ্যে প্রথম দু’জন ব্যাঙ্কের কর্মী, রাজেন্দ্রনাথবাবুর একটি ফোটোকপির দোকান রয়েছে এবং উৎপলবাবু শিক্ষক। আগে পুলিশ আরও কয়েকজনকে গ্রেফতার করেছিল। গত ১ ডিসেম্বর কনস্টবল পদে চাকরির লিখিত পরীক্ষায় নকলের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। |
অবস্থান কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রাজ্যে তৃণমূলের সন্ত্রাস, সারদা কাণ্ডে সিবিআই তদন্ত-সহ নানা দাবিতে শুক্রবার অবস্থান করলেন কংগ্রেস সমর্থকরা। এ দিন সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত নদিয়ার রানাঘাট রেল স্টেশনে এই অবস্থআ চলে। ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য দুলাল পাত্র, রানাঘাট শহরের সভাপতি কজ্জল চট্টোপাধ্যায় প্রমুখ। |