ঠান্ডায় মৃত্যু হস্তিশাবকের
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
ঠান্ডায় মৃত্যু হল একটি হস্তি শাবকের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া রেঞ্জের শীতলা গ্রামের জঙ্গলে। স্থানীয় সূত্রের খবর, শীতলা গ্রামের জঙ্গলে বেশ কয়েক দিন ধরেই দলমার একটি হাতির দল ঘোরাফেরা করছে। সঙ্গে কয়েকটি বাচ্চাও রয়েছে। ডিএফও বাঁকুড়া(উত্তর) সুধীরচন্দ্র দাস বলেন, “দলমার দলটিতে ১৫টি বড় আর ৪টি শিশু হাতি ছিল। মৃত শাবকটি তাদেরই একটি। মাস ছয়েক বয়সের ওই হাতির দেহের ময়নাতদন্তের পর ঠান্ডায় মৃত্যু বলেই জানা গিয়েছে।” পশু চিকিৎসক সঞ্জয় শীট বলেন, “বাচ্চা হাতিটি খুবই দুর্বল ছিল। ফলে, প্রতিরোধ ক্ষমতা কম। ঠান্ডা লেগে সংক্রমণ থেকে মারা গিয়েছে।” এ দিন দুপুরে বড়জোড়া রেঞ্জ অফিসের পিছনের জঙ্গলে হস্তি শাবকের দেহ মাটি চাপা দেওয়া হয়।
|
গন্ডারের দেহ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
জঙ্গলে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক পুরুষ গন্ডারের দেহ। বুধবার এই ঘটনাটি ঘটে বন্যপ্রাণ তিন বিভাগের হাঁসিমারা লাগোয়া কোদলাবস্তি রেঞ্জ এলকায়। শুক্রবার ডিএফও রাজেন্দ্র জাখর জানান, মৃত গন্ডারটির বয়স আনুমানিক ৪০ বছর। কিছুদিন ধরে গন্ডারটি জলদাপাড়া জাতীয় উদ্যানে সঙ্গিনী দখলের জন্য অন্য পুরুষ গন্ডারের সঙ্গে লড়াই করছিল। কিছুদিন আগে সে শিলতোর্সা নদী পার হয়ে কোদালবস্তির জঙ্গলে আসে। সেই সময় অন্য পুরুষ গন্ডার এই গন্ডারটিকে মেরে তাড়িয়ে দেয়। গত ১১ ডিসেম্বর সকালে কোদালস্তি রেঞ্জের জঙ্গলে গন্ডারটির মৃতদেহ পাওয়া যায়। তার শরীরের সামনে ও পেছনে গভীর ক্ষত ছিল। ময়নাতদন্তের পর গন্ডারটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। গন্ডারটির খড়গ অক্ষত ছিল। তা সংগ্রহ করে রাখা হয়েছে।
|
পুলিশে অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
চিতাবাঘ মেরে চামড়া ও মাংস কেটে নেওয়ার ঘটনায় পুলিশে অভিযোগ জানাল বন দফতর। বৃহস্পতিবার সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া ভাটপাড়া বি চা বাগানে একটি পুরষ চিতাবাঘের দেহ উদ্ধার হয়। চিতাবাঘটির বাঁদিকের পিছনে বেশ খানিকটা অংশ ধারালো অস্ত্র দিয়ে কেটে নেওয়া হয়েছিল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন জানান, চিতাবাঘটিকে পিটিয়ে মারা হয়। হাড় ভাঙা ছিল। কালচিনি থানায় চা বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বনকর্তাদের একাংশ মনে করছেন স্থানীয় জনজাতিদের মধ্যে কুসংস্কার থাকায় চিতাবাঘটিকে মেরে তার শরীরের একটি অংশ কেটে নেওয়া হয়। |