|
|
|
|
বিহার থেকে অস্ত্র এনে ধৃত
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
বিহার থেকে আগ্নেয়াস্ত্র এনে এ রাজ্যে বিক্রি করার অভিযোগে শুক্রবার এক দুষ্কৃতীকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে গুলি-সহ ৪টি আগ্নেয়াস্ত্র। ধৃতের নাম নাগেশ্বর পাণ্ডে। সে শ্রীরামপুরের শ্রীকৃষ্ণনগর নয়াবস্তির বাসিন্দা। শুক্রবার দুপুরে সেখান থেকেই তাকে বমাল ধরা হয় বলে তদন্তকারী অফিসারদের দাবি। এসডিপিও (শ্রীরামপুর) রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “কারা ধৃতের কাছ থেকে চোরাপথে আনা অস্ত্র কিনেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও দুষ্কৃতী দল এর সঙ্গে সরাসরি যুক্ত কিনা, তা-ও দেখা হচ্ছে।”
পুলিশ সূত্রের খবর, নাগেশ্বর রিষড়া স্টেশন-সংলগ্ন একটি টেক্সটাইল কারখানায় ঠিকাশ্রমিকের কাজ করত। সে অস্ত্র বিক্রি করছে বলে সম্প্রতি খবর পান শ্রীরামপুর থানার আইসি প্রিয়ব্রত বক্সি। যুবকের গতিবিধির উপরে নজর রাখা শুরু হয়। বিশেষ সূত্রে খবর পেয়ে এ দিন দুপুরে তার বাড়িতে হানা দেয় সাদা পোশাকের পুলিশ। উদ্ধার হয় দু’টি ম্যাগাজিন-সহ একটি ৭ এমএম পিস্তল, ৪টি গুলি-সহ একটি ছ’ঘড়া রিভলভার এবং গুলিভর্তি ২টি পাইপগান। দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত হয়েছে। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই যুবক আগ্নেয়াস্ত্র কেনাবেচার কাজে যুক্ত। বিহারের মুঙ্গের জেলার বক্তারপুর থেকে আগ্নেয়াস্ত্র কিনে আনত সে। সেই অস্ত্রশস্ত্র শ্রীরামপুর, রিষড়া, বর্ধমানের কয়েকটি জায়গায় বিক্রি করত।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি, একনলা বন্দুকও বিভিন্ন জায়গায় সরবরাহ করেছে নাগেশ্বর। সেগুলি কলকাতাতেও বিক্রি করা হয়েছে। তদন্তকারী এক পুলিশ অফিসার বলেন, “শিল্প সংস্থায় নিরাপত্তারক্ষী সরবরাহের কাজ করে এমন বেসরকারি সংস্থার কাছে ধৃত দুষ্কৃতী একনলা বন্দুক বিক্রি করত বলে স্বীকার করেছে। তার কথার সত্যাসত্য যাচাই করে দেখা হচ্ছে।” আজ, শনিবার ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে হাজির করানো হবে বলে পুলিশ জানিয়েছে। |
|
|
|
|
|