|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
সাবলীল ফুলের প্রতিমাকল্প |
মৃণাল ঘোষ |
ঋজুশ্রী প্রথম একক প্রদর্শনী করলেন সম্প্রতি গ্যালারি গোল্ড-এ। প্রদর্শনীতে ছিল কালি ও জলরঙে আঁকা তাঁর ৪২টি ছবি। ছবিগুলি সহজ, সাবলীল এবং অলঙ্করণধর্মী। পশ্চাত্পটে বিমূর্ত জ্যামিতিক ডিজাইন। তার উপর অধিকাংশ ক্ষেত্রেই কোনও ফুলের প্রতিমাকল্প। ফুলের মোটিফকে সহজ ভাবে তুলে ধরার চেষ্টা।
|
|
অঙ্কনে প্রধানত লৌকিক রূপনির্মাণ রীতি ব্যবহার করেছেন তিনি। লৌকিক আঙ্গিককে আধুনিকতার ভাষায় পরিশীলিত করার চেষ্টা আছে। এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে তিনি যদি আর একটু ভাবনাসিদ্ধ জীবনমনস্ক ছবি আঁকতে পারতেন, তাহলে প্রদর্শনীটি সফল হত। |
প্রদর্শনী
চলছে
সিমা: ‘২০ ট্রানজিশন’ ২৫ জানুয়ারি পর্যন্ত।
আইসিসিআর: সুদীপ্ত জানা, সুরজিত্ সরকার প্রমুখ ১৮ ডিসেম্বর পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: জ্যোতির্ময় আশ, সঞ্জয় দে প্রমুখ কাল শেষ।
তাপস সরকার, চন্দন রায় প্রমুখ ২১ ডিসেম্বর পর্যন্ত। |
|
|
|
|
|