টুকরো খবর
আন্তর্জাতিক মানের ‘কার্গো হাব’ হলদিয়ায়
হলদিয়ায় কার্গো-হাব গড়ার উদ্যোগ।
শিল্পশহরে আন্তর্জাতিক মানের ‘কার্গো হাব’ গড়ার লক্ষ্যে শুক্রবার সমঝোতাপত্র (মৌ) সই করল হলদিয়া উন্নয়ন পর্যদ ও মুম্বইয়ের সংস্থা ইন্ডাস্ট্রিয়াল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস-এর অধীন হলদিয়া ফ্রি ট্রেড ওয়্যার হাউসিং প্রাইভেট লিমিটেড। প্রকল্পের কাজ শুরু হবে ফেব্রুয়ারিতে। হলদিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে চকদীপা মৌজায় ১৯৭.৮৪ একর জুড়ে হাবটি গড়তে আনুমানিক হাজার কোটি টাকা খরচ হবে বলে খবর। বন্দর সূত্র জানিয়েছে, এত দিন হলদিয়া বন্দরে পণ্য রাখার সমস্যা ছিল। সংস্থাগুলি বেশির ভাগ ক্ষেত্রেই স্থানীয় বিভিন্ন সংস্থার গুদামঘর ব্যবহার করত। তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “আমদানি করা পণ্য ও কাঁচামাল উপযুক্ত ব্যবস্থার অভাবে নষ্ট হত। এশিয়ার বৃহত্তম ওই হাব হলে সমস্যা অনেকটাই মিটবে।” এ ছাড়াও প্রত্যক্ষ ৩০০ ও পরোক্ষ ভাবে হাজার দু’য়েক কর্মসংস্থান হবে বলে দাবি পর্ষদের। হলদিয়া বন্দরের ম্যানেজার (প্রশাসন) অমল দত্ত বলেন, “গত অর্থবর্ষে হলদিয়া বন্দর থেকে ২৮০.৮ লক্ষ টন পণ্য আমদানি-রফতানি হয়েছে। এ বছরে তা আরও বাড়বে। হাব হলে আমাদের খুব সুবিধা হবে।”

পুরনো খবর:
শুরু হল তৃতীয় চা ফোরাম
শুরু হল তৃতীয় ভারতীয় চা ফোরাম। শুক্রবার শিলিগুড়ির উত্তরায়নের একটি ক্লাবে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) আয়োজিত ফোরামের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। শুক্র ও শনিবার এই ফোরাম চলবে। ফোরামে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে মোজাম্বিকের একটি প্রতিনিধি দলকে। চা মোড়কজাত করার ক্ষেত্রে তাঁদের পরামর্শ ও সাহায্য নেওয়া হবে। এ দিন গৌতমবাবু বলেন, “চা শিল্পে কিছু সমস্যা রয়েছে। তা মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হচ্ছেন। আমরা চাইছি সমস্যা মেটাতে একেবারে গোড়া থেকে কাজ করতে।” কোনও চা উৎপাদকের কোনও সমস্যা থাকলে তাঁদের তা জানাতেও আহ্বান জানান তিনি। আগামী মাসেই শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় উদ্বোধন হয়ে যাবে। সেখানে সরাসরি এসে চা সংক্রান্ত যে কোনও সহায়তা তাঁরা নিতে পারেন বলে তিনি জানান। উদ্বোধনী ভাষণে সিআইআইয়ের উত্তরবঙ্গ জোনাল কাউন্সিলের চেয়ারম্যান পি কে শাহ বলেন, “উত্তরবঙ্গের প্রায় ৩২৭টি বড় চা বাগান ও ১০০ টির কাছাকাছি বটলিফ ফ্যাক্টরি রয়েছে। এছাড়া ৩৩ হাজার ছোট চা উৎপাদক রয়েছে। উত্তরবঙ্গ থেকে শুধুমাত্র চায়ের বার্ষিক ৩ হাজার কোটি টাকা ব্যবসা রয়েছে। ভারতের মোট চা উৎপাদনের এক চতুর্থাংশ এই এলাকায় উৎপাদন হয়। ফলে এর গুরুত্ব ব্যাপক।” উত্তরবঙ্গের চা বাগানকে কেন্দ্র করে পর্যটনেরও প্রসার হচ্ছে। যা চা শিল্পকেও চাঙ্গা করবে বলে মনে করছেন তিনি।

স্টার অ্যালায়েন্স-এ ঢুকল এয়ার ইন্ডিয়া
বিশ্বের ২৮টি আন্তর্জাতিক বিমানসংস্থাকে নিয়ে তৈরি গোষ্ঠী স্টার অ্যালায়েন্স-এর সদস্য হল এয়ার ইন্ডিয়া (এআই)। ফলে ওই গোষ্ঠীর সদস্য হিসেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স, এয়ার চায়না, ইউএস এয়ারওয়েজ ইত্যাদির যাত্রীরা যে সুবিধা পান, তা-ই পাবেন এআই যাত্রীরাও। তবে, এ জন্য আরও সপ্তাহ দুয়েক অপেক্ষা করতে হবে। সুবিধার উদাহরণ হিসেবে সংস্থা জানিয়েছে, এর পর কেউ এআইয়ের উড়ানে দিল্লি থেকে সিঙ্গাপুর গিয়ে, সিঙ্গাপুর এয়ারের উড়ানে মেলবোর্ন গেলে দিল্লি থেকেই মেলবোর্ন পর্যন্ত বোর্ডিং কার্ড পাবেন। মালপত্রও সরাসরি মেলবোর্ন পর্যন্ত বুক করা যাবে।

স্পেকট্রাম নিলাম
আগামী ২৩ জানুয়ারি থেকেই ৯০০ ও ১,৮০০ মেগাহার্ৎজের টু-জি স্পেকট্রাম নিলাম করবে কেন্দ্র। এ জন্য মোবাইল পরিষেবা সংস্থাগুলির থেকে আবেদনপত্র চেয়ে নোটিস দিয়েছে কেন্দ্রীয় টেলিকম দফতর (ডট)। ৪ জানুয়ারি এই আবেদনপত্র জমার শেষ দিন। বিষয়টি নিয়ে ২০ ডিসেম্বর একটি বৈঠকও করবে তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.