|
|
|
|
|
চার দিনে সূচক নামল
৬১০ পয়েন্টেরও বেশি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
কেন্দ্রে রাজনৈতিক পালা বদলের আশায় প্রায় টানা পারা চড়ছিল সূচকের। চার দিন আগেই সর্বকালীন রেকর্ড ২১,৩২৬.৪২ পয়েন্টে পৌঁছেছিল সেনসেক্স। কিন্তু সেখান থেকে গত চার দিনে তাকে আছড়ে ফেলেছে অর্থনীতির রূঢ় বাস্তব। এই সময়ে ৬১০ পয়েন্টেরও বেশি নেমেছে সেনসেক্স। শুধু শুক্রবারই তা পড়েছে ২১০ অঙ্ক। দিনের শেষে থিতু হয়েছে ২০,৭১৫.৫৮ পয়েন্টে।
এ দিন ডলারের সাপেক্ষে ফের ২৯ পয়সা পড়েছে টাকার দামও। ডলারের দাম দাঁড়িয়েছে ৬২.১২ টাকা। এই নিয়ে গত তিন দিনে টাকার দর নামল ১০৮ পয়সা।
বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি চার রাজ্যে কংগ্রেসের হার ও বিজেপির জয়ে কেন্দ্রে পালা বদলের গন্ধ পাচ্ছিল বাজার। সেই সূত্রেই চড়ছিল সেনসেক্স। কিন্তু আপাতত সেই উত্থানে জল ঢেলে দিয়েছে অর্থনীতির বিবর্ণ পরিসংখ্যান। চড়া মূল্যবৃদ্ধি, টাকার দরে পতন এবং শিল্পোৎপাদন সঙ্কুচিত হওয়ার খবরই টেনে নামিয়েছে সূচককে।
এর সঙ্গে যোগ হয়েছে শীঘ্রই মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেড রিজার্ভের ত্রাণ প্রকল্প বন্ধের সম্ভাবনা। বাজারের আশঙ্কা, মার্কিন অর্থনীতির হাল কিছুটা ফেরায় এ বার তারা বন্ড কিনে বাজারে ডলার জোগানোর কর্মসূচি বাতিল করবে। যার জেরে ধস নামতে পারে ভারতের বাজারে। তবে বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ডের সিইও এ বালসুব্রহ্মণ্যন মনে করেন, “আশঙ্কা অমূলক। ত্রাণ প্রকল্প গোটালে, বিদেশি আর্থিক সংস্থাগুলি ভারত থেকে লগ্নি তুলবে বলে বিশ্বাস করি না।” |
|
|
|
|
|