রানির রসদে রক্ষীর থাবা
সংবাদ সংস্থা • লন্ডন |
রাজ-রক্ষীদের উপর বেজায় চটেছেন রানি এলিজাবেথ। চুরি করে রানির খাবার খায় তারা। এত সাহস! ২০০৫ সালে রাজ-রক্ষীদের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে একটি ই-মেল পাঠান রাজ পরিবারের ঘনিষ্ঠ এক জনকে। ঘটনাচক্রে সেই ই-মেল সম্প্রতি হাতে আসে এক সাংবাদিকের। সেখান থেকেই জানা গিয়েছে এই তথ্য। বাকিংহাম প্যালেসের রক্ষীদের উপর রানি এতটাই খেপেছিলেন যে রীতিমতো নোটিস দিয়ে জানিয়েছিলেন, কেউ যেন তাঁর খাবারে হাত না দেয়। আসলে মাঝে মধ্যে টুকটাক কিছু খেতে পছন্দ করেন এলিজাবেথ। তাই প্রাসাদের নানা জায়গায় বয়ামে করে রাখা থাকে কাজু, বাদামের মতো খাবার-দাবার। সেগুলো থেকেই লুকিয়ে খেয়ে নিতেন রক্ষীরাও। বিষয়টা বুঝতে পেরে এতটাই রেগে গিয়েছিলেন রানি যে বয়ামে দাগ দিয়ে রাখতেন। আর লক্ষ রাখতেন, কাজু-বাদাম দাগ পর্যন্তই রয়েছে কি না।
|
তুষারঝড়
সংবাদ সংস্থা • জেরুজালেম |
পনেরো ইঞ্চি পুরু বরফের তলায় ঢাকা পড়েছে পবিত্র শহর। শহরতলিতে আরও বেশি। জনজীবন স্তব্ধ। টানা দু’দিন ধরে তুষারঝড় চলছে জেরুজালেমে। শহরের মেয়র থেকে শুরু করে সরকারি রেডিও, সকলেই বলছেন, এ বারের তুষারঝড় ‘ঐতিহাসিক’। এত বরফ জমতে দেখা যায়নি সাম্প্রতিক অতীতে। শুক্রবারই সেনা নামানো হয়েছে।
|
পক্ষে ভোট
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
প্রতিক্রিয়া আর প্রতিবাদের মধ্যেই বিমানে মোবাইল ফোনের অনুমতি দেওয়ার পথে এক ধাপ এগোল আমেরিকা। ফেডেরাল কমিউনিকেশন কমিশনে ৩-২ ভোটে জিতেছে প্রস্তাবটি। কমিশন চেয়ারম্যান টম হুইলার বলেন ভোটে হ্যাঁ বলা মানেই পরিষেবা চালু হয়ে যাবে তা নয়। ভোটে সাড়া মিললে এখন শুধু এ বিষয়ে আইনকানুন জনতার রায় নেওয়ার জন্য প্রকাশ করা হবে এবং বিমানে ফোন ব্যবহারের প্রযুক্তিগত সম্ভাবনা খতিয়ে দেখা হবে।
|
বিয়েতে ড্রোন
সংবাদ সংস্থা • সানা |
বাড়িয়ে মার্কিন ড্রোন হানায় ইয়েমেনের এক বিয়ের বাড়ির শোভাযাত্রায় ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দু’জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গির নাম থাকলেও বাকিরা বেশির ভাগই নিরীহ মানুষ বলে জানা গিয়েছে। এর ফলে মার্কিন ড্রোন হামলা নিয়ে বিতর্ক বাড়িয়ে ইয়েমেনের সরকারি সূত্রেই এ কথা জানানো হয়েছে।
|
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার
সংবাদ সংস্থা • রাষ্ট্রপুঞ্জ |
এত দিন ছিল শুধুই অভিযোগ। এ বার রাষ্ট্রপুঞ্জের তদন্তকারীরা তাঁদের চূড়ান্ত রিপোর্টেও স্বীকার করেছেন রাসায়নিক অস্ত্রের ব্যবহারের একাধিক প্রমাণ মিলেছে সিরিয়ার বেশ কয়েকটি শহরে। ওই রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনের কাছে জমা পড়ে গিয়েছে বৃহস্পতিবার। কী আছে সেই রিপোর্টে? রাষ্ট্রপুঞ্জের তদন্তকারী দলের প্রধান আকে সেলস্টর্ম জানিয়েছেন, আড়াই বছরের গৃহযুদ্ধে অন্তত সাত বার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ছিল। তার মধ্যে পাঁচ বার রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছেন তাঁরা। |