জলপাইগুড়ি থানার সামনের রাস্তায় এ ভাবেই রাখা থাকে দুর্ঘটনাগ্রস্ত
গাড়িগুলি। সমস্যায় পড়েন পথচলতি বাসিন্দারা। ছবি: সন্দীপ পাল।
|
মাঠে কেটে রাখা ধান তুলে ঘরে ফেরা। ভারত-বাংলাদেশ
সীমান্তের ও পারে ভারত ভুখণ্ডে অমিত মোহান্তের ছবি।
|
তিন দশক আগে মালদহের রতুয়া-১ ব্লকের চাপড়ায় বারমাসিয়া নদীর উপর এই সেতুটি পঞ্চায়েত
সমিতির উদ্যোগে তৈরি হয়। ২০১০-এর বন্যায় ফুলহারের জল নদীতে ঢুকে পড়ায় সেটি ভেঙে
যায়। তারপর পঞ্চায়েত-প্রশাসনকে জানিয়েও ফল না হওয়ায় সেতুতে বাঁশের মাচা বেঁধে তার উপর
দিয়েই বিপজ্জনক যাতায়াতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। বিপাকে ভাদো ও দেবীপুর পঞ্চায়েতের
লক্ষাধিক বাসিন্দা। বাঁশের মাচা দিয়ে হাঁটা গেলেও যানবাহন চলে না। ছবি ও তথ্য: বাপি মজুমদার। |