চিকিৎসকের অভাবে অনির্দিষ্টকালের জন্য দার্জিলিঙের বিজনবাড়ি গ্রামীণ হাসপাতালের বর্হিবিভাগ ও অর্ন্তবিভাগের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বুধবার রীতিমতো নোটিস ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য বিজন বাড়ি গ্রামীণ হাসপাতাল বন্ধ রাখার কথা ঘোষণা করে স্বাস্থ্য দফতর। এই ঘটনায় বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশের পরে এ দিন জেলা স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার থেকে ফের হাসপাতাল চালু রাখার ব্যবস্থা নেওয়া হবে। দার্জিলিঙের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিক বলেন, “অন্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসকদের জরুরি ভিত্তিতে বিজনবাড়িতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার থেকে স্বাভাবিক পরিষেবা দেওয়া হবে। হাসপাতালের চিকিৎসকদের শূন্যপদও দ্রুত পূরণ করা হবে।” হাসপাতালে ৮ জন চিকিৎসক থাকার কথা থাকলেও, বর্তমানে দু’জন দায়িত্বে রয়েছেন। তার মধ্যে একজন গত অক্টোবর মাস থেকে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। অন্যজন এ দিন বুধবার থেকে অসুস্থতাজনিত কারণে ছুটি নিয়েছেন। সে কারণেই এ দিন হাসপাতাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে জানানো হয়।
|
বিনা খরচে চক্ষু পরীক্ষা শিবির হয়ে গেল রানিগঞ্জের বীরকুলটি গ্রামে। বুধবার রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের সাহায্যে বীরকুলটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই শিবির হয়। ১১০ জনের চোখ পরীক্ষা ও ৩১ জনকে অপারেশনের জন্য চিহ্নিত করা হয়েছে, জানায় উদ্যোক্তা সবুজ সঙ্ঘ।
|
স্বাস্থ্য পরিষেবা উন্নতির দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠন। বুধবার মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার অমরেন্দ্রনাথ সরকারকে তারা স্মারকলিপি দেন।
|
পাকিস্তান থেকে ভারতে আসতে হলে বাধ্যতামূলক ভাবে পোলিও টিকা নিতে হবে বলে ঘোষণা করা হল দিল্লির তরফে। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, পোলিওমুক্ত ভারতের স্বপ্ন বাস্তব করতেই এই পদক্ষেপ করা হয়েছে। |