টুকরো খবর
প্রবীণ সহ-শিক্ষককে গালি, জরিমানা প্রধান শিক্ষকের
বর্ষীয়ান এক সহ-শিক্ষককে গালি দেওয়ার অপরাধে প্রধান শিক্ষকের ১০ হাজার টাকা জরিমানা করলেন বহরমপুর ফৌজদারি আদালতের তৃতীয় বিচার বিভাগীয় বিচারক। মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভা এলাকার কাশিমবাজার রাজ গোবিন্দ সুন্দরী উচ্চতর বিদ্যালয়’-এর ওই প্রধান শিক্ষকের নাম সুশান্ত খান। তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন বেনুকুমার সওদাগর। মঙ্গলবার বিচারক শৌনক মুখোপাধ্যায় বলেন, “জরিমানার টাকা ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। অনাদায়ে ৩ মাস কারদণ্ড হবে।” আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালের ২৫ এপ্রিল বেলডাঙার ওই স্কুলে সিলেবাস ও পঠনপাঠনের সময় সংক্রান্ত শিক্ষা দফতরের নয়া নির্দেশিকা নিয়ে একটি মিটিং হয়েছিল। সেখানেই স্কুলের প্রবীন শিক্ষক বেণুকুমারবাবু নির্দেশিকাটি দেখতে চাইলে াঁকে অপমান করেন স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত খান। বেণুকুমারবাবুর আইনজীবী বরেন্দ্রনাথ রায় বলেন,‘‘ঘটনার দু’দিন পর জেলা বিদ্যালয় পরিদর্শক ও বিদ্যালয়ের প্রশাসকের কাছে প্রত্যক্ষদর্শী ১৪ জন সহ-শিক্ষকের স্বাক্ষর-সহ লিখিত আবেদন করেন বেনুকুমারবাবু। কিন্তু কোনও ফল না হওয়ায় বেণুকুমারবাবু আদালতে মামলা করেন। প্রত্যক্ষদর্শী দু’ জন শিক্ষক-শিক্ষিকা ও এক জন প্রাক্তন ছাত্রের সাক্ষ্য গ্রহণ করে বিচারক রায় দেন।” রায়ের বিষয়ে সুশান্ত খান বলেন, “যা বলার আমার আইনজীবী বলবেন।” তাঁর আইনজীবী দেবপ্রসাদ ভট্টাচার্য ফোনে বলেন, “চিকিৎসার প্রয়োজনে আমি জেলার বাইরে রয়েছি। জেলায় ফেরার পর বলব।” বেণুকুমার সওদাগর বলেন, “আদালতের রায়ে আমি খুশি। কারাদণ্ডের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করব।”

খুনের ঘটনায় যাবজ্জীবন
খুনের ঘটনায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। বুধবার কৃষ্ণনগর জেলা আদালতের ফাস্ট ট্রাক কোর্ট (প্রথম) আদালতের বিচারক উত্তম নন্দী এই সাজা ঘোষণা করেন। সাজা প্রাপ্তরা হল কৃষ্ণগঞ্জের প্রতাপপুরের বাসিন্দা ফড়িং মন্ডল ও রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল শান্তি মণ্ডল। সরকার পক্ষের আইনজীবী সুমিত মুখোপাধ্যায় বলেন, “২০০১ সালের ৯ মার্চ দুপুরে কৃষ্ণগঞ্জের মাজদিয়ার বাসিন্দা নারায়ণ মণ্ডল গ্রামেরই এক জনের বাড়িতে কীর্তন গাইছিলেন। সেখান থেকে প্রতাপপুরের কয়েক জন তাঁকে ডেকে নিয়ে যান। সঙ্গে যান তাঁর বোন সবিতা মণ্ডল। সেখানে যাওয়ার পর অনেকে নারায়ণ বাবুকে ঘিরে ধরে। এই সময় ঘটনাস্থলে আসে পুলিশ। তাদেরই একজনের রাইফেল ছিনিয়ে নিয়ে অবসরপ্রাপ্ত কনস্টবল শান্তি মণ্ডল নারায়ণ বাবুকে গুলি করেন। ঘটনা স্থলেই তাঁর মৃত্যু হয়। এর আগেই ফড়িং মণ্ডল গুলি করলেও তা নারায়ণ বাবুর গায়ে লাগেনি।” নারায়ণ বাবুর বোন সবিতা দেবী ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিচারক দু’জনকে দোষী সাব্যস্ত করেন। সুমিত বাবু বলেন, “এই ঘটনায় পুলিশ অবশ্য পুলিশের এনকাউন্টারে নারায়ণ বাবুর মৃত্যু হয়েছে বলে আর একটি অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগটি এখনও বিচারাধীন।” তিনি বলেন, “পুরনো গণ্ডগোলের জেরেই সে দিন নারায়ণবাবুকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল।”

একই দিনে ভোট
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীন মুর্শিদাবাদের সমস্ত কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে আগামী জানুয়ারির ২০ তারিখে। বুধবার জেলাশাসক ওয়াই রত্নকর রাও জেলার সব কলেজের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষদের নিয়ে আলোচনার পর এ কথা জানান। তিনি জানান, কলেজের একটি মাত্র গেট দিয়েই সমস্ত ভোটারদের পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হবে। পরিচয়পত্র থাকলেও ভোটার তালিকায় নাম না থাকলে কোনও পড়ুয়াকে কলেজের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। ভোটের তোড়জোড় শুরু হওয়ার পর কোনও ছাত্র সংগঠনের বিরুদ্ধে গা জোয়ারির অভিযোগ উঠলে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ করা হবে।

শিশুশ্রমের নালিশ
একশো দিনের কাজে শিশুদের লাগানোর অভিযোগ উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। দিন কয়েক ধরে হরিহরপাড়ার মণ্ডলপাড়া অঞ্চলে রাস্তা উঁচু করার কাজ চলছে। অভিযোগ, বুধবার সকালে সেখানে জনা তিরিশের স্কুল পড়ুয়া কাজ করেছে। স্থানীয়রা প্রশাসনকে জানালে শুরু হয় তদন্ত। গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের যমুনা মণ্ডল বলেন, ‘‘এটা একটা বিছিন্ন ঘটনা। তৃণমূলের লোকজন কয়েক জন ছাত্রকে শ্রমিকদের মধ্যে ঢুকিয়ে দিয়ে ষড়যন্ত্র করছে।’’ হরিহরপাড়া ব্লক সভাপতি তৃণমূলের জয়নাল আবেদিন বলেন, ‘‘এলাকার মানুষ দেখেছেন। এখানে ষড়যন্ত্রের ব্যাপার নেই।’’ হরিহরপাড়ার বিডিও রাজর্ষি নাথ বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে।’’

কৃষ্ণগঞ্জে কর্তব্যরত পুলিশকর্মীর মৃত্যু
কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। বুধবার সকালে কৃষ্ণগঞ্জ থানার এই ঘটনায় মৃতের নাম সদাশিব দাস (৫৭)। তিনি উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে এ দিন থানার গাড়িতে চেপে এলাকা টহল দেওয়ার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়।

খুনের অভিযোগ
শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে হরিহরপাড়ার পাথরঘাটা গ্রামের এই ঘটনায় মৃতার নাম ফিরদৌসা বিবি (২০)। অভিযুক্ত সানোয়ার পলাতক। পুলিশ জানিয়েছে তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

ইস্তফা অজয়ের
দলবদলের পরে শেষ পর্যন্ত বিধায়ক-পদে ইস্তফা দিলেন শান্তিপুরের অজয় দে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সময়েই অজয়বাবু জানান, তিনি বিধায়ক-পদও ছাড়তে চান। তবে তিনি নিজে পদ না-ছাড়লে কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে দলত্যাগ-বিরোধী আইনে তাঁর বিধায়ক-পদ খারিজ হয়ে যেতে পারত। শেষ পর্যন্ত পাঁচ বারের বিধায়ক অজয়বাবুই বুধবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.