টুকরো খবর
গড়বেতায় গুলি, ধৃত ২
গড়বেতায় যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রফিকুল ভুঁইয়া এবং হাবিবুর ভুঁইয়ার বাড়ি গড়বেতা থানার বলরামপুরে। দু’জনই তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত। বুধবার মেদিনীপুর আদালতে হাজির করা হলে ধৃতদের জেল হেফাজতের নির্দেশ হয়। মঙ্গলবার দুপুরে গড়বেতার ফুলবেড়িয়ায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। তখনই গুলিবিদ্ধ হন সাদ্দাম আলি নামে বছর পঁচিশের এক যুবক। তাঁর পায়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। সাদ্দামের বাড়ি ফুলবেড়িয়ার পাশে বলরামপুরে। স্থানীয় সূত্রে খবর, অন্য এলাকার মতো এখানেও তৃণমূলে দুই বিবদমান গোষ্ঠী রয়েছে। চলতি বছরে পঞ্চায়েত ভোটের পরে তাদের দ্বন্দ্ব বেড়েছে। এলাকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়েই গোলমাল। জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্য গড়বেতার এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক মানতে চাননি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

রেলশহরের রাস্তায় মিলল বৃদ্ধার দেহ
শহরের রাস্তায় মিলল এক বৃদ্ধার মৃতদেহ। বুধবার সকালে খড়্গপুরের পুরাতনবাজারের কাছে হাতিগলা পুলের (রেল সেতু) কাছ থেকে বিনা পাত্র (৭৫) নামে ওই মহিলার দেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি ওই সাঁজোয়ালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল থেকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধাকে। নিঃসাড় অবস্থায় স্থানীয় লোকজনই তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা দেখে বলেন, বৃদ্ধার মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাসপাতালে যায় খড়্গপুর টাউন থানার পুলিশ। তখনও বৃদ্ধার পরিচয় জানা যায়নি। পরে বৃদ্ধার পরিবারের লোকজন হাসপাতালে এসে দেহটি শনাক্ত করেন। এ দিন মৃতদেহটির ময়নাতদন্ত করা হয়েছে। এ দিনই সকালে খড়্গপুর গ্রামীণ এলাকার সাঁকোয়ার কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় জখম হয়েছেন এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়্গপুরের বাসিন্দা অমল রায় মোটর সাইকেলে নারায়ণগড় যাচ্ছিলেন। পথে একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মোটর সাইকেলটি। গুরুতর জখম অমলবাবুকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

সবলা মেলা শুরু মেদিনীপুরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
মেলা ঘুরে দেখছেন সভাধিপতি উত্তরা সিংহ। —নিজস্ব চিত্র।
শুরু হল সবলা মেলা। বুধবার মেদিনীপুরে বিদ্যাসাগর হল মাঠে মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, জেলাশাসক গুলাম আলি আনসারি, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বাসব বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পাপিয়া ঘোষ রায়চৌধুরী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা। মেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন স্টলে কুটির শিল্পজাত সামগ্রী ঠাঁই পেয়েছে। পসরা সাজিয়ে বসেছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। রয়েছে তথ্য সংস্কৃতি দফতর, স্বাস্থ্য দফতরের সরকারি স্টলও। এ দিন মন্ত্রী, জেলাশাসক, সভাধিপতিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধে-অসুবিধের কথা জানেন। গত রবিবার মেলা উদ্বোধনের কথা ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার প্রয়াণে জাতীয় শোক চলায় সূচি বদল হয়।

গড়বেতায় গুলি, ধৃত ২
গড়বেতায় যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রফিকুল ভুঁইয়া এবং হাবিবুর ভুঁইয়ার বাড়ি গড়বেতা থানার বলরামপুরে। দু’জনই তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত। বুধবার মেদিনীপুর আদালতে হাজির করা হলে ধৃতদের জেল হেফাজতের নির্দেশ হয়। মঙ্গলবার দুপুরে গড়বেতার ফুলবেড়িয়ায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। তখনই গুলিবিদ্ধ হন সাদ্দাম আলি নামে বছর পঁচিশের এক যুবক। তাঁর পায়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। সাদ্দামের বাড়ি ফুলবেড়িয়ার পাশে বলরামপুরে। স্থানীয় সূত্রে খবর, অন্য এলাকার মতো এখানেও তৃণমূলে দুই বিবদমান গোষ্ঠী রয়েছে। চলতি বছরে পঞ্চায়েত ভোটের পরে তাদের দ্বন্দ্ব বেড়েছে। এলাকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়েই গোলমাল। জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্য গড়বেতার এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক মানতে চাননি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.