পাটশিল্পে নতুন উদ্যোগে উৎসাহ ভাতা দেবে রাজ্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নতুন জুটপার্ক, বা চটকল গড়লে ‘উৎসাহ ভাতা’ দেবে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে রাজ্যের নতুন পাটনীতির যে- খসড়া জমা পড়েছে, তাতে এ কথা বলা হয়েছে। ভাতা পাবেন চাষিরাও। সরকারি সূত্রে খবর, পাট উৎপাদন এবং তা থেকে পণ্য তৈরির কাজকে শিল্পের মর্যাদা দিতে চায় রাজ্য। ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরকে তাই বিষয়টি পর্যালোচনা করে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রস্তাবিত পাটনীতিতে ন’টি ক্ষেত্রে জোর দেওয়ার কথা বলা হয়েছে। যেমন, ভৌগোলিক আয়তন বৃদ্ধি, সাবেকি বাজার রক্ষা করা, নতুন ধরনের পণ্য তৈরি, কাঁচামাল ও পণ্যের উৎপাদন বৃদ্ধি, চটকলে নয়া প্রযুক্তির ব্যবহার ও সে জন্য প্রশিক্ষণের ব্যবস্থা ইত্যাদি। বলা হয়েছে শ্রমিক বিক্ষোভ কমিয়ে কাজের পরিবেশ উন্নত করা এবং কাঁচা পাটের ন্যূনতম মূল্য বাড়ানোর কথাও।
|
নয়া সংস্থার পক্ষে সওয়াল গোপালকৃষ্ণনের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্টার্ট-আপ বা নতুন সংস্থার জন্য কেন্দ্র ও রাজ্যের কাছে বিভিন্ন ক্ষেত্রে বাড়তি সুবিধা চাইলেন সিআইআই প্রেসিডেন্ট ও ইনফোসিসের অন্যতম কর্তা কৃস গোপালকৃষ্ণন। বুধবার সিআইআই লিডারশিপ সামিট উপলক্ষে কলকাতায় এসে তিনি জানান, একটি আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী, সহজে ব্যবসা শুরুর নিরিখে ভারতের স্থান বিশ্বে ১৩০। কিন্তু দেশের উন্নয়নের স্বার্থে তা প্রথম ২৫-এ উঠে আসা জরুরি। আর এই লক্ষ্যে কেন্দ্র ও রাজ্যের সামঞ্জস্যপূর্ণ নীতি তৈরি করা উচিত বলে দাবি তাঁর। রাজ্যে ইনফোসিসের ক্যাম্পাস তৈরি নিয়ে অবশ্য মুখ খোলেলনি তিনি। যদিও সভায় ন্যাসকমের প্রাক্তন চেয়ারম্যান কিরণ কার্নিক জানান, ইনফোসিস ও উইপ্রোর প্রকল্প নিয়ে সমস্যা মেটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সঙ্গে আলোচনা শুরু করা উচিত রাজ্য সরকারের।
|
নভেম্বরে রফতানি বৃদ্ধির হার নামল ৫.৮৬ শতাংশে। গত পাঁচ মাসে যা সব থেকে কম। পেট্রোপণ্য, রত্নালঙ্কার ও ওষুধ রফতানি কমাই এর কারণ, জানান বাণিজ্য সচিব এসআর রাও। তবে আমদানিও কমেছে ১৬.৩%। বিশেষত সোনা আমদানি কমায় বাণিজ্য ঘাটতি নেমেছে ৯২১ কোটি ডলারে।
|