বল ভেবে কুড়িয়ে আনা একটি বোমা ফেটে জখম হল দুই বধূ-সহ ৫ জন। তাদের মধ্যে সাত মাসের এক শিশুও রয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে রামপুরহাট ১৩ নম্বর ওয়ার্ডের চাঁদমারি রেলগেট সংলগ্ন কুলিপাড়ায়। সাত মাসের ওই শিশু ও তার মা চন্দনা বাউড়ি রামপুরহাট হাসপাতালে চিকিসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেফালি বাউড়ি নামে রামপুরহাট থানার গোপালপুর গ্রামের এগারো বছরের ওই কিশোরী চাঁদমারি রেলগেট লাগোয়া কুলিপাড়ায় মামার বাড়িতে বেড়াতে এসেছে। সে বলে, “এ দিন খেলা শেষে একটি সরু গলির রাস্তা দিয়ে মামারবাড়ি ফেরার সময়ে বোমাটি পাই। মামাতো বোন প্রিয়া সেটা হাতে নিয়ে বাড়িতে দেখায়।” |
রামপুরহাট হাসপাতালে জখম শিশু ও মা। —নিজস্ব চিত্র। |
শেফালির মামীমা আরতি বাউড়ি বলেন, “আমি রান্না করছিলাম। মেয়ের হাতে বোমাটি দেখে বকুনি দিয়ে বলি, ওটা পুকুরে ফেলে দে। ওটা বল নয়। বোমা। ভয়ে মেয়েটা কাঁপতে থাকলে হাত থেকে বোমাটি পড়ে যেতেই ফেটে যায়।” সেই সময় ছেলেকে তেল মাখাচ্ছিলেন চন্দনাদেবী। প্রসঙ্গত, দিন সাতেক আগে চাঁদমারি রেলগেট এলাকায় রাতে বোমাবাজির ঘটনা ঘটেছিল। রামপুরহাট থানার আইসি সুবীর বাগ জানান, এর আগে রেলগেট এলাকায় বোমাবাজির ঘটনায় জড়িত অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবারের ঘটনারও তদন্ত চলছে। |