প্রথম বর্ষের কয়েক জন ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে তৃতীয় বর্ষের দুই ছাত্রের বিরুদ্ধে। দুর্গাপুরে মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের এক ছাত্র বুধবার এই অভিযোগ করেন।
দিন কয়েক আগে দিল্লিতে অ্যান্টি র্যাগিং কমিটির কাছে টেলিফোনে অভিযোগ জানিয়েছিলেন কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রেরা। বুধবার বিকালে তাঁরা পুলিশের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। কলেজের অধ্যক্ষ রঞ্জুশ্রী পাত্র বলেন, “দিল্লির অ্যান্টি র্যাগিং কমিটি মারফৎ পুরো বিষয়টি আমরা জানতে পারি। অভিযোগটি আমরা খতিয়ে দেখছি। কলেজের পক্ষ থেকে প্রয়োজন মতো পদক্ষেপ করা হবে।”
দুর্গাপুরের দেশবন্ধু নগরের রাহুল তেওয়ারি নামে প্রথম বর্ষের এক ছাত্র পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁকে ও তাঁর কয়েকজন বন্ধুকে তৃতীয় বর্ষের দুই ছাত্র কলেজ ক্যাম্পাসের মধ্যেই বার বার কটূক্তি করে। ২৮ অক্টোবর তাঁদের রেজিস্ট্রেশন করার দিন ছিল। কিন্তু সে দিন দীনেশ মাজি ও শেখ আসরাফ নামে তৃতীয় বর্ষের ওই দুই ছাত্র তাঁদের মারধর করেন বলে অভিযোগ। ওই ঘটনার জেরে তাঁরা রেজিস্ট্রেশন করাতে পারেননি বলে রাহুলের দাবি। তাঁর অভিযোগ, “তৃর্তীয় বর্ষের ওই দুই ছাত্র আমাদের মদ, সিগারেট খেতে জোর করত। আমরা প্রতিবাদ করায় ওরা খেপে গিয়ে মারধর করে। তার পর ভয়ে আমরা আর কলেজ যাচ্ছি না।” তৃতীয় বর্ষের ওই দুই ছাত্র এ নিয়ে অভিযোগ জানালে ফল ভাল হবে না বলেও হুমকি দিয়েছিল বলে প্রথম বর্ষের ওই ছাত্রের দাবি। কিন্তু রেজিস্ট্রেশন না করতে পারলে প্রথম বর্ষের পরীক্ষায় বসা যাবে না ভেবে বাধ্য হয়ে তাঁরা হুমকি অগ্রাহ্য করে টেলিফোনে অ্যান্টি র্যাগিং কমিটিকে জানান।
কলেজ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে অ্যান্টি র্যাগিং কমিটির পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এরপরেই কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। বুধবার অভিযোগকারী ও তাঁর বন্ধুদের ডেকে রেজিস্ট্রেশনের কাজ শেষ করেন কলেজ কর্তৃপক্ষ। পরে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। কলেজের অধ্যক্ষ জানান, ওই ছাত্রদের যাতে রেজিস্ট্রেশন করতে কোনও রকম বাধার মুখে না পড়তে হয় সে জন্য পুলিশকে তাঁরা খবর দিয়েছিলেন।
এ দিকে অভিযুক্ত দু’জনই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বলে পরিচিত। তৃণমূল ছাত্র পরিষদের নেতারা দাবি করেছেন, এই ধরণের ঘটনা সংগঠন থেকে বরদাস্ত করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে তদন্ত করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দিন কয়েক আগে এক তৃণমূল ছাত্র পরিষদ সদস্য ওই কলেজের এক অশিক্ষক কর্মীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছিল। টিএমসিপি-র শিল্পাঞ্চল সহ সভাপতি রজত বিশ্বাস বলেন, “ওই ঘটনায় অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। র্যাগিংয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও সাংগঠনিক স্তরে তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।” |