দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার সব্যসাচী দাস। মঙ্গলবার স্বাস্থ্য দফতর থেকে তা অনুমোদন করে ফ্যাক্স পাঠানো হয়। সেই মতো নতুন সুপার পদে দায়িত্ব পান অমরনাথ সরকারকে। এ দিন দুপুরেই সব্যসাচীবাবুর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। সব্যসাচীবাবু জানান, ওই কাজ আর উপভোগ করছিলেন না। তাই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। নিজস্ব বিভাগ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের কাজে মন দিতে চান। সব্যসাচীবাবু বলেন, “এ দিন দুপুরে স্বাস্থ্য দফতর থেকে ফ্যাক্স এবং ই-মেলে জানতে পারি আমার আবেদন মঞ্জুর করা হয়। মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার পদে অমরনাথবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই মতো তাঁর হাতে দায়িত্ব তুলে দিয়েছি।” মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সব্যসাচীবাবু ছুটি নেবেন বলে গত সোমবার থেকে ভারপ্রাপ্ত সুপার হিসাবে ছিলেন অমরনাথবাবু। এর মধ্যে এ দিন ওই নির্দেশ পৌঁছয়। অমরনাথবাবু বলেন, “আশা করছি সুষ্ঠুভাবে সব দিক সামলাতে পারব।” দায়িত্ব থেকে সব্যসাচীবাবুর অব্যাহতি চাওয়া নিয়ে অবশ্য হাসপাতালের চিকিত্সক, স্বাস্থ্যকর্মীদের একাংশ অন্য মত পোষণ করেন। তাঁদের একাংশ জানান, সম্প্রতি শাসক দলের একাধিক নেতা হাসপাতালের বিভিন্ন ব্যাপারে নাক গলাতে শুরু করেন। ভাল চোখে দেখেননি সব্যসাচীবাবু। হাসপাতালের কাজ পরিচালনা করতে গিয়ে বাইরে থেকে এ ভাবে নেতাদের হস্তক্ষেপ তাঁর পছন্দ নন। সে কারণেই তিনি দায়িত্ব থেকে অব্যহতি চান। একই সমস্যা নিয়ে অসন্তুষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অনুপ মজুমদারও। যদিও তিনি তা স্বীকার করেননি বা কিছু বলতে চাননি।
|
বিনা খরচে চোখ পরীক্ষা শিবির হল রানিগঞ্জের বাঁশরায়। মঙ্গলবার কুনস্তরিয়া এরিয়ার উদ্যোগে এই শিবির হয়। এ দিন বাঁশরা কমিউনিটি হলে ১০০ জনের চক্ষু পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৬ জনকে ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিনা খরচে অস্ত্রোপচার হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
|
স্বাস্থ্য শিবিরের আয়োজন হল উলুবেড়িয়ার বেলকুলাই গ্রামে। শ্রীরামকৃষ্ণ মা সারদা সেবাশ্রমের উদ্যোগে বেলকুলাই হাইস্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানে অনেকের নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। |